ভারত সরকার পরিচালিত কোচিন শিপইয়ার্ড লিমিটেডে অনেকগুলি পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন। যেকারনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদেরও এই সমস্ত চাকরির সুযোগ থাকছে, তারাও আবেদন করতে পারবে।
চলুন এইবার আমরা জেনে নিই, কোন কোন পদে আবেদন করা যাবে, পদ অনুযায়ী কি কি যোগ্যতা থাকতে হবে, শুন্যপদ কয়টি রয়েছে, মাসিক স্যালারি (বেতন) কত এবং ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে ইত্যাদি বিষয়ে।
Cochin Shipyard Various Post Recruitment
নোটিশ নম্বরঃ CSL/P&A/RECTT/ PERMANENT/WORKMEN ON REGULAR CADRE/2022/5
নোটিশ প্রকাশের তারিখঃ 09.05.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম এবং শুন্যপদঃ
(1) Senior Ship Draftsman (Mechanical)- 10 টি
(2) Senior Ship Draftsman (Electrical)- 4 টি
(3) Senior Ship Draftsman (Electronics)- 1 টি
(4) Senior Ship Draftsman- 1 টি
(5) Junior Technical Assistant (Mechanical)- 2 টি
(6) Junior Technical Assistant (Electrical)- 1 টি
(7) Junior Technical Assistant (Electronics)- 1 টি
(8) Junior Technical Assistant (ABAP)- 1 টি
(9) Laboratory Assistant (Mechanical)- 1 টি
(10) Laboratory Assistant (Chemical)- 1 টি
(11) Store Keeper- 4 টি
(12) Junior Commercial Assistant- 2 টি
(13) Assistant W6- 7 টি
(14) Welder Cum Fitter (Welder/Welder (Gas & Electric)- 108 টি
(15) Welder Cum Fitter (Plumber)- 40 টি
(16) Welder Cum Fitter (Mechanic Motor Vehicle/ Mechanic Diesel)- 8 টি
(17) Welder Cum Fitter (Fitter)- 9 টি
(18) Welder Cum Fitter (Sheet Metal Worker)- 41 টি
(19) Fitter (Electrical)- 10 টি
(20) Fitter (Electronics)- 6 টি
(21) Shipwright Wood- 3 টি
মোট শুন্যপদঃ
মোট 261 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
বেতনঃ
প্রতি মাসে 37,105 – 38,585 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 18 – 35 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করা হবে 06.06.2022 তারিখ অনুযায়ী।
বয়সের ছাড়ঃ
SC, ST শ্রেনিরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে তা অফিসিয়াল নোটিশের প্রথম পেজের Table-1 এ দেওয়া আছে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশ মোবাইলে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
অবজেকটিভ টাইপ প্রশ্নের অনলাইন টেস্ট এবং প্র্যাকটিকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
অফিসিয়াল নোটিশের 11 নম্বর পেজে Table-6 এবং Table-7 এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো আছে। অফিসিয়াল নোটিশটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াঃ
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দুটি Phase-এ আবেদন করতে হবে।
প্রথম Phase-এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয় Phase শুরু হবে। দ্বিতীয় Phase-এ অ্যাপ্লিকেশন সাবমিশন অর্থাৎ অনলাইনে তথ্য দিয়ে ফর্ম পূরন করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
SC, ST, PWBD শ্রেনিদের ক্ষেত্রে আবেদন করার জন্য টাকা লাগবে না। বাকীদের ক্ষেত্রে 400 টাকার আবেদন ফি জমা করতে হবে। অনলাইন পদ্ধতিতে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 09.05.2022 |
আবেদন শুরু | 14.05.2022 |
আবেদন শেষ | 06.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ রেজিস্ট্রেশন করার লিংকঃ Register Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-