রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে হেড ক্লার্ক, গ্রুপ-D, গ্রুপ-C সহ বিভিন্ন পদে চাকরির আপডেট উঠে আসছে। রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে এইসমস্ত পদে নিয়োগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এর আগে নির্দিষ্ট কলেজগুলিই ক্লার্ক, গ্রুপ-D, গ্রুপ-C সহ বিভিন্ন পদে নিয়োগ করত।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর একটি সংশোধনী করে। তাতে ঠিক হয় এইবার থেকে কলেজে যাবতীয় পদে নিয়োগের দায়িত্ব থাকবে রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের উপর।
যেসমস্ত পদে নিয়োগ করা হবে
হেড ক্লার্ক, গ্রুপ-C, গ্রুপ-D, অ্যাকাউনট্যান্ট সহ বিভিন্ন পদে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
কলেজে স্টাফ নিয়োগের ক্ষেত্রে দুটি পর্যায়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে-
(1) 100 নম্বরের লিখিত পরীক্ষা
(2) 15 নম্বরের ইন্টারভিউ
লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হবে। সেইসাথে অ্যাকাডেমিক স্কোরও যাচাই করা হবে।
নিয়োগের স্থান
রাজ্যের বিভিন্ন কলেজে স্টাফ নিয়োগ করা হবে। সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্যের কলেজ সার্ভিস কমিশন।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া ঠিক করে নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে কলেজে হেড ক্লার্ক, গ্রুপ-C, গ্রুপ-D, অ্যাকাউনট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে। তাই চাকরির আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে থাকুন
আরো চাকরির আপডেট-