কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর চাকরি, CHOM অফিসের অধীনে নিয়োগ চলছে

community health assistant recruitment

প্রতিদিনের মতো আজকেও চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন চাকরির প্রতিবেদন নিয়ে উপস্থিত হলাম। সম্প্রতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA) এর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, CHOM অফিসের আওতায় সমগ্র প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

চলুন আর বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ এবং আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।

Community Health Assistant Recruitment 2022

community health assistant recruitment

নোটিশ নম্বরঃ 2124/DH & FWS/II-4 

নোটিশ প্রকাশের তারিখঃ 22.07.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant- CHA)

বেতনঃ

উক্ত পদের জন্য প্রতিমাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

ভারতীয় নার্সিং কাউন্সিল পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে ANM GNM নার্সিং পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ

01.01.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। SC, ST, OBC শ্রেনিরা সরকারি নিয়ম বয়সের ছাড় পাবেন। 

মোট শূন্যপদঃ

35 টি।

আবেদন পদ্ধতিঃ
  1. এই পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ এর সাথে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. এরপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  4. উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
  5. সবশেষে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন ফিঃ

আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের কাছে 100 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ

  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বয়সের প্রমাণপত্র।
  3. সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  4. কম্পিউটার সার্টিফিকেট।। 
  5. অভিজ্ঞতা সার্টিফিকেট।
  6. কাস্ট সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Office of The Chief Medical Officer of Health, District Health & Family Welfare Samiti, 1st Khosbagan, Shyamsayar East, Purba Bardhaman, Pin – 713101.

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 22.07.2022
আবেদন শুরু 22.07.2022
আবেদন শেষ 31.08.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-