রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। রাজ্যের যে কোন জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা বেতন নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি প্রভৃতি তথ্য নিচের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হলো।
Computer Operator Recruitment
নোটিশ নম্বরঃ 864 (17)
নোটিশ প্রকাশের তারিখঃ 10.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কম্পিউটার অপারেটর (Computer Operator)
বেতনঃ
এই পদের জন্য প্রতিমাসে 16,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Tech বা MCA পাশ হতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
উপরের দুটি পদের জন্য আবেদন প্রার্থীকে 01.01.2022 তারিখ অনুযায়ী 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিংক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে একটি Acknowledgement Form পাবেন। সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভর্তি করতে হবে এবং তার উপরে পাঁচ টাকার একটি স্ট্যাম্প কার্ড লাগাতে হবে। সবশেষে মুখ বন্ধ খামটি উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
To the Project Director of ATMA O/o the Deputy Director of Agriculture (Admn) Alipurduar District, Dooars Kanya, Room No. – 405, P.O Alipurduar, Pin – 736122, Alipurduar
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 10.08.2022 |
আবেদন শুরু | 10.08.2022 |
আবেদন শেষ | 26.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-