দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হল বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি পাবলিক সেক্টর, এখানে বহু সংখ্যক শূন্যপদে ট্রেনি নিয়োগ করা হবে। আবেদন জানাতে হবে অনলাইনে। এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নোটিশ নং- DR/CCI/2023-24/
নোটিশ প্রকাশের তারিখ- 24/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1. পদের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Mktg)
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য Agri Business Management/ Agriculture এ MBA করে থাকতে হবে।
বয়সসীমা- 30 বছরের নীচে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Accounts)
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- CA/CMA/MBA (Fin) / MMS/M.Com. ডিগ্রি পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- জুনিয়র কমার্সিয়াল এক্সিকিউটিভ / Junior Commercial Executive
শূন্যপদ- 81 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- B.Sc Agriculture নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 22,000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
12 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.cotcorp.org.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন মূল্য বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের 1500 টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের 500 টাকা দিতে হবে।
আবেদনের তারিখ
এখানে আবেদন করার শেষ দিন 13/08/2023 তারিখ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি
- রাজ্যে সমাজকল্যাণ দফতরে নতুন চাকরি
- ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
- ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর বায়ু পদে চাকরি
- রাজ্যে পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি জারি