কেন্দ্র সরকারের CPRI-তে চাকরি! ১৯ হাজার থেকে ৮১ হাজার টাকা মাসিক বেতন | CPRI Recruitment 2023

CPRI Various Post Recruitment Notice

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইন্সটিটিউট (Central Power Research Institute- CPRI)-এ 5 ধরণের পোস্টে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে

প্রাথমিক ভাবে 2 বছরের জন্য এখানকার পদগুলিতে নিয়োগ করা হবে। সব পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতা এই প্রতিবেদনে জানানো হয়েছে। এই বিষয়ে নিচে থেকে একে একে জেনে নিতে পারবেন। 

CPRI নিয়োগের বিস্তারিত তথ্য

1. ইঞ্জিনিয়ার অফিসার গ্রেড-1 (Engineering Officer Grade 1) 

শূন্যপদ – এখানে মোট 40 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে Electrical Engineering / Electrical & Electronics Engineering /Electronics & Communication Engineering / Mechanical Engineering /Civil Engineering এ। সাথে 2021 বা 2022 বা 2023 সালের ভ্যালিড গেট স্কোর লাগবে।

বয়সসীমা – সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- প্রার্থীদের 44,900 – 1,42,400 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি – গেট স্কোরের উপর ভিত্তি করে এখানে নির্বাচন করা হবে প্রার্থীদের।

2. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (Scientific Assistant) 

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে। সাথে সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – 35 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – লেভেল 6 অনুয়ায়ী 35,400 – 1,12,400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – CBT এবং Practical Skill Test এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

3. ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (Engineering Assistant) 

শূন্যপদ – এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করে থাকতে হবে Electrical, Civil, Mechanical এ। সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমা – 35 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – লেভেল 6 অনুয়ায়ী 35,400 – 1,12,400 টাকা বেতন দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – CBT এবং Practical Skill Test এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

4. টেকনিশিয়ান গ্রেড 1 (Technician Grade 1)

শূন্যপদ – এখানে মোট 24 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Electrical এ ITI Trade Certificate থাকা প্রয়োজন।

বয়সসীমা – 28 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – লেভেল 2 অনুয়ায়ী 19,900– 63,200 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – CBT এবং Trade Test এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

5. অ্যাসিস্ট্যান্ট গ্রেড II (Assistant Grade II)

শূন্যপদ – এখানে মোট 18 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – গ্র্যাজুয়েট হবার পাশাপাশি NIELIT থেকে BCC তে গ্রেড বি সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা – 30 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বেতনক্রম – লেভেল 4 অনুয়ায়ী 25,500 – 81,100 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – CBT এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

অনলাইন আবেদন পদ্ধতি 

আবেদন করার জন্য www.cpri.res.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফিলাপ করতে হবে। সাথে জমা দিতে হবে আবেদন মূল্য। 

আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রীশন করার পর লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এবং সবশেশে আবেদন ফি জমা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদনকারীদের সুবিধার্থে আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেই আবেদন করার প্রক্রিয়া শুরু করা যাবে। 

অনলাইন আবেদন ফি

এখানে কেবলমাত্র জেনারেল পুরুষদের আবেদন মূল্য বাবদ Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant পদের জন্য 1000 টাকা এবং Technician Gr.1, Assistant Gr. II এর জন্য 500 টাকা করে দিতে হবে।

আবেদনের সময়সীমা 

14//04/2023 তারিখ আবেদন করার শেষ দিন এখানে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অনলাইনে আবেদন: Apply Now

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇