CRPF গ্রুপ-B এবং গ্রুপ-C নিয়োগ ২০২৩, অনলাইন পদ্ধতিতে আবেদন করুন | CRPF Group B Group C Recruitment 2023

CRPF Group B Group C Recruitment 2023

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) অর্থাৎ CRPF-গ্রুপ বি এবং গ্রুপ সি (Group B and Group C) বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নির্বাচন করা হবে প্রার্থীদের। মোট 212 টি শূন্যপদ রয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বাকি সমস্ত তথ্য নিচে থেকে আপনি পরপর জানতে পারবেন। 

নোটিশ প্রকাশ – 27.04.2023

1. পদের নাম- সাব ইন্সপেক্টর / Sub-Inspector(RO)

শূন্যপদ – 19 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Mathematics, Physics সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

2. পদের নাম- সাব ইন্সপেক্টর / Sub-Inspector (Crypto)

শূন্যপদ – 7 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Mathematics, Physics সহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

3. পদের নাম- সাব ইন্সপেক্টর / Sub-Inspector (Technical)

শূন্যপদ – 5 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Electronics বা Telecommunication বা Computer Science এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে থাকলে এখানে আবেদন করা যাবে।

4. পদের নাম- সাব ইন্সপেক্টর / Sub-Inspector (Civil)

শূন্যপদ – মোট 20 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Civil Engineering এ ডিপ্লোমা থাকতে হবে।

5. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর / Assistant Sub- Inspector (Technical)

শূন্যপদ – মোট 146 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Physics, Chemistry এবং Mathematics সহ গ্র্যাজুয়েট পাশ হতে হবে।

6. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর / Assistant Sub- Inspector (Draughtsman)

শূন্যপদ – মোট 15 টি শূন্যপদ আছে এখানে।

যোগ্যতা – Draughtsman Course (Civil/ Mechanical Engineering) এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা – গ্রুপ বি পদের জন্য সর্বোচ্চ 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অন্যদিকে, গ্রুপ সি পদের জন্য সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম – গ্রুপ বি পদের জন্য 35400-112400 টাকা করে এবং গ্রুপ সি পদের জন্য 29200-92300 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://rect.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন করার সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেই আপনি সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন ফি

গ্রুপ বি পদের জন্য, জেনারেল এবং OBC পুরুষ প্রার্থীদের 200 টাকা এবং গ্রুপ সি পদের জন্য জেনারেল এবং OBC পুরুষ প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে মহিলা এবং অন্যান্য প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া চবে – 21-May-2023 তারিখ অবধি। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇