CRPF Head Constable Ministerial Recruitment 2023, সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২৩, CRPF ASI Ministerial Recruitment, CRPF Head Constable and ASI Recruitment 2023, CRPF Ministerial Recruitment Online Application Process 2023.
উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF এর তরফ থেকে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি জারি হল। নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে হেড কনস্টেবল এবং এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
এটি মূলত অল ইন্ডিয়া বেসিসের চাকরি হওয়ায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলের জন্যই শূন্য পদ রয়েছে।
পুরুষ এবং মহিলা অনুযায়ী শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদন প্রক্রিয়া সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা নিচে এক এক করে জানিয়েছি। আবেদন করার আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন।
CRPF Head Constable Ministerial Recruitment 2023
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) হেড কনস্টেবল (Head Constable Ministerial)
(2) এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (Assistant Sub Inspector- Steno)
মাসিক বেতন:
(1) হেড কনস্টেবল– পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে।
(2) এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 থেকে 92,300 টাকা দেওয়া হবে।
বয়সসীমা:
উভয় পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করা হবে 25 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যে কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস (HS Pass) করতে হবে।
শূন্যপদ:
(1) হেড কনস্টেবল- 1315 টি (UR-532, ST-99, SC-197, EWS-132, OBC-355)
(2) এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর- 143 টি (UR-58, ST-11, SC-21, EWS-14, OBC-39)
মোট শূন্যপদ: 1458 টি
সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া:
(1) লিখিত পরীক্ষা (Written Examination)
(2) শারীরিক মাপের পরীক্ষা (Physical Standard Test- PSP)
(3) স্কিল টেস্ট (Skill Test)
(4) মেডিকেল পরীক্ষা (Medical Examination)
শারীরিক মাপযোগ (Physical Measurement for PST)
উচ্চতা | পুরুষ | মহিলা |
ST বাদে সমস্ত শ্রেনি | 165 সেমি. | 155 সেমি. |
গাড়োয়ালি, গোর্খা, ডগরা, মারাঠা এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে | 162.5 সেমি. | 150 সেমি. |
SC শ্রেনির প্রার্থীদের ক্ষেত্রে | 162.5 সেমি. | 150 সেমি. |
বুকের মাপ (শুধুমাত্র পুরুষদের জন্য)
কাটেগরি | স্বাভাবিক | ফুলিয়ে |
Gen/OBC/SC | 77 সেমি. | 82 সেমি. |
ST | 76 সেমি. | 81 সেমি. |
সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়া
যোগ্যতা সম্পন্ন এবং ইচ্ছুক চাকরিপ্রার্থীদের CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া নিচে থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিন-
(1) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.crpfindia.com লগ অন করতে হবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুললে ‘CRPF Head Constable Recruitment’ লেখার উপরে ক্লিক করতে হবে।
(3) এরপর আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেখানে অনলাইনে একটি ফর্ম ফিলাপ করতে হবে এবং আবেদন ফি জমা করতে হবে।
(4) আবেদন প্রক্রিয়ায় সম্পন্ন করার পরে আবেদন পত্রের একটি প্রিন্ট কপি বের করতে হবে।
সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগের আবেদন ফি:
- জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা।
- SC, ST, Ex-Serviceman এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 26.12.2022 |
আবেদন শুরু | 04.01.2023 |
আবেদন শেষ | 25.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now (From 04.01.2023) |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇