CSB Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। কেন্দ্রীয় সিল্ক বোর্ডের তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীরা খুব সহজেই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগে অফিশিয়াল ভাষা নীতি বাস্তবায়ন, প্রকাশনার দায়িত্ব ও তথ্য বিশ্লেষণ এবং প্রশাসনিক কাজ অন্তর্ভুক্ত করা হবে নিরবাচিত চাকরিপ্রার্থীদের।
বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই পদগুলোতে চাকরি পেলে পে-লেভেল ৬ থেকে পে-লেভেল ১২ পর্যন্ত বেতন দেওয়া হবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।
নিয়োগকারী সংস্থা | Central Silk Board |
পদের নাম | জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর |
শূন্যপদ | মোট ১৭ টি |
বেতন | পে-লেভেল ৬ থেকে পে-লেভেল ১২ |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬০ দিন |
অফিশিয়াল পোর্টাল | csb.gov.in |
CSB Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
শূন্যপদ- এখানে সব মিলিয়ে মোট ১৭ টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নিছে সেগুলি বিস্তারিত আলোচনা করা হল-
পদের নাম | শূন্যপদ |
জয়েন্ট সেক্রেটারি (টেকনিক্যাল) | ৩ টি |
জয়েন্ট ডিরেক্টর (প্রশাসন) | ১ টি |
ডেপুটি ডিরেক্টর (ফাইন্যান্স) | ১ টি |
ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিন & অ্যাকাউন্টস) | ৩ টি |
ডেপুটি ডিরেক্টর (অফিসিয়াল ভাষা) | ১ টি |
ডেপুটি ডিরেক্টর (প্রচার) | ১ টি |
ডেপুটি ডিরেক্টর (স্ট্যাটিস্টিক্স) | ১ টি |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিন & অ্যাকাউন্টস) | ২ টি |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিন & অ্যাকাউন্টস) | ২ টি |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রচার) | ১ টি |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রচার) | ১ টি |
CSB Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হল-
ডেপুটি ডিরেক্টর- ডেপুটি ডিরেক্টর পরে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাংবাদিকতায় ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর- এই পদে আবেদন করার জন্য CA, কস্ট অ্যাকাউন্টেন্ট বা MBA/M.Com ডিগ্রী থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
CSB Recruitment 2024: মাসিক বেতন
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-
পদের নাম | মাসিক বেতন |
জয়েন্ট সেক্রেটারি ও ডিরেক্টর | ৭৮,৮০০ – ২,০৯,২০০/- টাকা |
ডেপুটি ডিরেক্টর | ৬৭,৭০০ – ২,০৮,৭০০/- টাকা |
ডেপুটি ডিরেক্টর | ৫৬,১০০ – ১,৭৭,৫০০/- টাকা |
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ৩৫,৪০০ – ১,১২,৪০০/- টাকা |
CSB Recruitment 2024: বয়স সীমা
এই পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে এবং তাদের কেন্দ্রীয় সরকারের অধীনে কোন সংস্থার কর্মকর্তা হতে হবে।
CSB Recruitment 2024: আবেদন পদ্ধতি
এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
CSB Recruitment 2024: আবেদনপত্র জমা করার ঠিকানা
Secretary, Central Silk Board, CSB Complex, B.T.M. Layout, Madivala, Hosur Road, Bangalore – 560 068.
আরও আপডেটঃ কয়লা উৎপাদন সংস্থায় ৬৪০টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫০,০০০/- টাকা, বিস্তারিত তথ্য জানুন
CSB Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ- ১২ অক্টোবর, ২০২৪
আবেদনপত্র জমা করার শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে
CSB Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিংক
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now