রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন চাকরির খবর। কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে টেকনিশিয়ান পদে প্রার্থী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরই আবেদন করতে পারে। ন্যূনতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
CSIR ল্যাবরেটরি তে আবেদনের জন্য যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নীচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
নোটিশ নম্বরঃ Rectt./03/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 07.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ টেকনিশিয়ান (Technician)
বেতনঃ টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 33,884 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 03.07.2022 তারিখ অনুযায়ী 24 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- কমপক্ষে 50% নম্বর থাকতে হবে।
- ITI পাস করা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
- 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 79 টি।
নিয়োগ পদ্ধতিঃ
টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদেরকে দুটি পর্যায়ে নিয়োগ করা হবে। যথা-
- লিখিত পরীক্ষা।
- ট্রেড টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- উক্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় পোস্ট করতে হবে।
আবেদন ফিঃ
উক্ত পদে আবেদনের জন্য 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Controller of Administration, CSIR – National Physical Laboratory, Dr. K.S krishnan Marg, New Delhi – 110012.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 07.06.2022 |
আবেদন শুরু | 07.06.2022 |
আবেদন শেষ | 03.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-