সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ CTET এর নোটিশ প্রকাশিত হল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই পরীক্ষাটি পরিচালনা করে থাকে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে এখানে। পরীক্ষার সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পরীক্ষার নাম
সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (CTET)।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন এবং বি. এড করে থাকতে হবে।
পেপার 1 উত্তীর্ণ হলে প্রার্থীরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং পেপার 2 উত্তীর্ণ হলে প্রার্থীরা ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াতে পারবেন।
পরীক্ষার সিলেবাস
এখানে MCQ ধরণের প্রশ্ন হবে। মোট 150 টি প্রশ্ন থাকবে। পরীক্ষার পূর্ণমান হবে 150। পরীক্ষার সিলেবাস পেপার 1 এবং পেপার 2 এর জন্য আলাদা। আরও বিস্তারিত ভাবে সিলেবাস সম্পর্কে জানতে হলে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://ncte.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
কেবলমাত্র পেপার 1 অথবা পেপার 2 এর জন্য General/OBC(NCL) প্রার্থীদের 1,000 টাকা এবং SC/ST/Diff. Abled Person দের 500 দিতে হবে। অন্যদিকে পেপার 1 এবং 2 দুটোই দেওয়ার জন্য প্রার্থীদের যথাক্রমে 1200 এবং 600 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- নোটিশ প্রকাশ- 03/11/2023
- আবেদন শুরু- 03/11/2023
- আবেদন শেষ- 23/11/2023
- অ্যাডমিট প্রকাশ- জানুয়ারি, 2024
- পরীক্ষার দিন- 21 জানুয়ারি, 2024
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ
👉 বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে দিচ্ছে কর্মীরা, চাকরি ছাড়ার কারণ কী?
👉 রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরি, মাসিক বেতন 35 হাজার টাকা
👉 ভারতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 31 হাজার টাকা মাসিক বেতন
👉 ভারতীয় ইস্পাত সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় করা হবে নিয়োগ