D.El.Ed এ ভর্তির নিয়মে বদল! এবার থেকে কলেজগুলিকে মানতে হবে নতুন এই নিয়ম

d-el-ed-admission-rules-change-colleges-will-have-to-follow-this-new-rule-from-now-on

1/6: পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে এবার জারি করা হল নয়া বিজ্ঞপ্তি। রাজ্যের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অথবা ডি. এল. এড কোর্সে ভর্তি হতে গেলে এবার আবেদন করতে হবে অনলাইনে

2/6: প্রসঙ্গত উল্লেখ্য, NCTE (National Council For Teacher Education) এর দেওয়া গাইডলাইন অনুসারে এবার থেকে রাজ্যের প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা, টেটে বসতে গেলে ডি.এল.এড কোর্সটি পাশ করে থাকতে হয় প্রার্থীদের।

3/6: এই ডি.এল.এড আসলে রাজ্য লেভেলের ডিপ্লোমা কোর্স, যার মেয়াদ 2 বছর। বর্তমানে রাজ্যের প্রাইমারি এবং আপার প্রাইমারি বিভাগে শিক্ষকতা করার জন্য এই ডিপ্লোমা কোর্স টিকে আবশ্যিক যোগ্যতা হিসেবে ধরা হয়।

4/6: এতদিন পর্যন্ত ডি.এল.এড পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হত না। তবে এবার এই পরীক্ষার মেধাতালিকাও প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘এবার থেকে ডি.এল.এড এর মেধাতালিকা সরাসরি প্রকাশ করা হবে।’

5/6: ডি.এল.এড কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, তার মধ্যে রয়েছে শিশু বিকাশের নীতিমালা, শিক্ষা অনুশীলন এবং শিক্ষার্থীদের গঠনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা, শিক্ষণ দক্ষতা, বর্তমান শ্রেণীকক্ষের প্রবণতা ইত্যাদির মত বিষয়। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। এর জন্য নূন্যতম 50 % নম্বর পেতে হয় প্রার্থীদের।

6/6: কিন্তু ডি.এল.এড কোর্সের ভর্তির প্রক্রিয়া অফলাইন হওয়ার দরুণ এখানেও প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এবার থেকে এই কোর্সে নিয়োগের প্রক্রিয়া অনলাইন মাধ্যমে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে পর্ষদ। এর ফলে ভর্তি প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা দূর হবে বলেই আশা প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি

👉 WBPSC এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, আজ থেকে আবেদন শুরু হচ্ছে

👉 NABARD এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 44 হাজার 500 টাকা

👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC

Previous articleডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 37 হাজার 100 টাকা
Next articleমাধ্যমিক পাশে রাজ্যে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here