পশ্চিমবঙ্গে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় একটি জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ওই এলাকার গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।
মহিলা প্রার্থীরা কমপক্ষে মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আজকের প্রতিবেদনে আশা কর্মী পদের জন্য কোন জেলায় নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করতে হবে, মোট শূন্যপদের সংখ্যা কটি, যোগ্যতা কি লাগবে, আবেদন শুরু ও শেষের তারিখ কত ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিস্তারিত বিবরণসহ ব্যাখ্যা করা হলো।
Dakshin Dinajpur Asha Karmi Recruitment
নোটিশ নম্বরঃ 3377/ASHA/SDO/(G) & 2782/SDO/(G)
নোটিশ প্রকাশের তারিখঃ 27.09.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ আশা কর্মী
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। এই আশা কর্মী পদের জন্য কেবল মাত্র বিবাহিতা বা বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট এলাকার ও স্বনির্ভর গোষ্ঠীর স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়য়সীমাঃ
আবেদন প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST শ্রেনির মহিলাদের বয়স 22-40 বছরের মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবে।
মোট শূন্যপদ 27 টি।
নিয়োগের স্থানঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- আশা কর্মী পদের জন্য আবেদন সরাসরি অফলাইনে করতে হবে।
- তাই যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তির 3 নং পেজে থাকা আবেদনপত্রটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
- তারপরে, ডাউনলোড করা আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- এরপর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনপত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যোগ করতে হবে।
- সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ
সংশ্লিষ্ট এলাকার B.D.O অফিসে আবেদনপত্র জমা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 27.09.2022 |
আবেদন শুরু | 27.09.2022 |
আবেদন শেষ | 04.11.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇