রাজ্যের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়াতে বাবুজাগিবন রাম ছাত্রাবাস, শিডিউলড কাস্ট মেয়েদের হস্টেলে গ্রুপ-D তে দুই ধরনের শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1347/BCW
নোটিশ প্রকাশের তারিখ- 24.08.2023
1. মেট্রোন / Matron
মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 8,000 টাকা বেতন হিসেবে পাবেন।
2. সুপারিনটেনডেন্ট / Superintendent
মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 12,000 টাকা বেতন হিসেবে পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
The Office of the PO-cum-DWO, BCW & TD, Siliguri, Shivmandir. P.O.- Kadamtala, Dt.-Darjeeling, PIN- 734011
প্রয়োজনীয় নথি
1. পরিচয়পত্র
2. বয়সের প্রমাণপত্র
3. শিক্ষাগত যোগ্যতা
4. কাস্ট সার্টিফিকেট
আবেদনের সময়সীমা
15.09.2023 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের। 2023 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 BECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা
👉 রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ
👉 ECIL এ ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে