যারা কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করতে চাই তাদের জন্য চাকরির একটি দারুন আপডেট। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে চাকরির নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দিল্লি পুলিশে হেড কনস্টেবল (Delhi Police Head Constable Recruitment) পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হল।
এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা শুন্যপদ রয়েছে। তাই মেয়েরাও চাইলে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে আজকের এই দিল্লি পুলিশে হেড কনস্টেবল পদে চাকরির জন্য যোগ্যতা, শারীরিক মাপ কি লাগবে, মাসিক বেতন কত দেওয়া হবে, আবেদন করার প্রক্রিয়া সহ নিয়োগের বাকি সমস্ত বিষয় গুলি একে একে জেনে নেওয়া যাক।
Delhi Police Head Constable Recruitment 2022
নোটিশ নম্বরঃ 3/1/2022–P&P-II
নোটিশ প্রকাশের তারিখঃ 17.05.2022
আবেদন করার মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ হেড কনস্টেবল- দিল্লি পুলিশ (Head Constable- Delhi Police)
বেতন (Delhi Police Head Constable Salary)
Delhi Police Head Constable পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা (Delhi Police Head Constable Age Limit)
01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
বয়সের ছাড় (Delhi Police Head Constable Age Relaxation)
- SC, ST- 5 বছর
- OBC- 3 বছর
- PWD (UR)- 10 বছর
- PWD (OBC)- 13 বছর
- PWD (SC/ST)- 15 বছর
শুন্যপদ (Delhi Police Head Constable Vacancy)
(1) হেড কনস্টেবল (পুরুষ)- 559 টি (UR-241, EWS-56, OBC-137, SC-65, ST-60)
(2) হেড কনস্টেবল (মহিলা)- 276 টি (UR-119, EWS-28, OBC-67, SC-32, ST-30)
মোট শুন্যপদঃ 835 টি
শিক্ষাগত যোগ্যতা (Delhi Police Head Constable Educational Qualification)
(1) উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
(2) কম্পিউটারে প্রতি মিনিটে 30 টি ইংরেজি শব্দ অথবা হিন্দি 25 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
পরীক্ষার সেন্টার (Delhi Police Head Constable Exam Centre in West Bengal)
সারা ভারতের প্রতিটি রাজ্যে এই চাকরির পরীক্ষার সেন্টার রয়েছে। নীচে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টারগুলির নাম দেওয়া হল-
(1) আসানসোল
(2) বর্ধমান
(3) দুর্গাপুর
(4) কল্যাণী
(5) কোলকাতা
(6) শিলিগুড়ি
নিয়োগ প্রক্রিয়া (Delhi Police Head Constable Recruitment Process)
পরীক্ষা | ম্যাক্সিমাম নম্বর/ কুয়ালিফাইং |
1. Computer Based Examination by SSC | 100 |
2. Physical Endurance & Measurement Tests (PE&MT) by Delhi Police | Qualifying |
3. Typing Test on Computer by Delhi Police | 25 |
4. Computer (Formatting) Test by Delhi Police | Qualifying |
কম্পিউটার বেসড পরীক্ষা
পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 100 নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। যার জন্য সময়সীমা থাকবে 90 মিনিট বা দেড় ঘন্টা।
কম্পিউটার বেসড পরীক্ষার সিলেবাস
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
General Awareness | 20 | 20 |
Quantitative Aptitude (Basic Arithmetic Skill) | 20 | 20 |
General Intelligence | 25 | 25 |
English Language (Basic Knowledge) | 25 | 25 |
English Language (Basic Knowledge) | 10 | 10 |
মোট | 100 | 100 |
শারীরিক সক্ষমতার পরীক্ষা (Physical Endurance Test)
(1) পুরুষদের ক্ষেত্রে-
বয়স | দৌড়-1600 মিটার | লং জাম্প | হাই জাম্প |
30 বছর পর্যন্ত | 7 মিনিট | 12½ feet (12’6”) |
3½ feet (3’6”) |
30 থেকে 40 বছর | 8 মিনিট | 11½ feet (11’6”) |
3¼ feet (3’3”) |
40 বছরের উর্ধে | 9 মিনিট | 10½ feet (10’6”) |
3 feet |
(2) মহিলাদের ক্ষেত্রে-
বয়স | দৌড়-800 মিটার | লং জাম্প | হাই জাম্প |
30 বছর পর্যন্ত | 5 মিনিট | 9 feet | 3 feet |
30 থেকে 40 বছর | 6 মিনিট | 8 feet | 2½ feet (2’6”) |
40 বছরের উর্ধে | 7 মিনিট | 7 feet | 2¼ feet (2’3”) |
শারীরিক মাপ (Physical Measurement)
(1) পুরুষদের ক্ষেত্রে-
উচ্চতা | 165 সেন্টিমিটার। পাহাড়ি এলাকার বাসিন্দারা, ST শ্রেনিরা এবং অন্যান্য শ্রেনিরা 5 সেন্টিমিটারের ছাড় পাবে। |
বুকের মাপ | 78-82 সেন্টিমিটার, সাথে 4 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা। পাহাড়ি এলাকার বাসিন্দারা, ST শ্রেনিরা এবং অন্যান্য শ্রেনিরা 5 সেন্টিমিটারের ছাড় পাবে। |
(2) মহিলাদের ক্ষেত্রে-
উচ্চতা | 157 সেন্টিমিটার। পাহাড়ি এলাকার বাসিন্দারা, ST শ্রেনিরা এবং অন্যান্য শ্রেনিরা 5 সেন্টিমিটারের ছাড় পাবে। |
আবেদন প্রক্রিয়া (Delhi Police Head Constable Application Process)
স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দুটি পার্টে বা ধাপে আবেদন করতে হবে।
(1) One Time Registration
(2) Filling of online Application for the Examination
উপরের দুটি ধাপে আবেদন করতে হবে, প্রথমে মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি (Delhi Police Head Constable Application Fee)
আবেদন করার জন্য 100 টাকার আবেদন ফি জমা করতে হবে। SC, ST, PWD এবং Ex-Serviceman দের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 17.05.2022 |
আবেদন শুরু | 17.05.2022 |
আবেদন শেষ | 16.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অনলাইনে আবেদন করুনঃ Apply Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update