রাজ্যে ডাটা এনট্রি অপারেটর (DEO) সহ বেশ কয়েকটি পদে নিয়োগ, অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন- বিস্তারিত জেনে আবেদন করুন

DEO and many Post Recruitment in West Bengal

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আবার নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এয়ার কোয়ালিটি মনিটরিং সেল বিভাগের আওতায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হবে।

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও অন্যান্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

কলকাতা মিউনিসিপালের অন্তর্গত এই সমস্ত পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়টি, বেতন কাঠামো, বয়সসীমা মোট শূন্য পদের সংখ্যা এছাড়াও আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শেষ তারিখ কত ইত্যাদি যাবতীয় তথ্য বিস্তারিত তুলে ধরা হল। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

DEO and many Post Recruitment in West Bengal

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) 

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও যথেষ্ট কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 02 টি।

(2) পদের নামঃ সিনিয়ার প্রজেক্ট অ্যাসোসিয়েট (Senior Project Associates)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে বেতন হিসেবে 42,000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সায়েন্স বা আর্কিটেকচার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 02 টি।

(3) পদের নামঃ টেকনিক্যাল প্রজেক্ট অ্যাসোসিয়েট (Technical Project Associates)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সায়েন্স বা আর্কিটেকচার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 01 টি।

(4) পদের নামঃ অ্যাডমিনিস্ট্রেটর প্রজেক্ট অ্যাসোসিয়েট (Administrator Project Associates)

বেতনঃ এই পদে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে 35,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.B.A ডিগ্রী পাশ করতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 01 টি।

(5) পদের নামঃ আইটি প্রজেক্ট অ্যাসোসিয়েট (IT Project Associates)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্যও যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.C.A কিংবা কম্পিউটার সাইন্সে B.Tech পাশ করতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 01 টি।

নিয়োগ পদ্ধতিঃ

পূর্বেই বলা হয়েছে এখানে প্রার্থীদের সবার প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নাম শর্ট লিস্টেড করা হবে। তারপরে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ

এখানে আবেদন করতে হবে সরাসরি ইমেইলের মাধ্যমে।

নিচে দেওয়া লিঙ্ক থেকে আগে অফিশিয়াল নোটিসটি ডাউনলোড করতে হবে।

এরপরে অফিশিয়াল নোটিসের সাথে যুক্ত নির্ধারিত আবেদনপত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।

এরপরে উল্লিখিত সমস্ত নথিপত্রগুলি যুক্ত করে আবেদনপত্রটিকে যথাযথভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে নিয়ে একটি PFD বানিয়ে নিম্নলিখিত ইমেইলে পাঠাতে হবে।

email – [email protected]

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • আধার কার্ড বা ভোটার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 22.09.2022
আবেদন শুরু 22.09.2022
আবেদন শেষ 14.10.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 হিন্দুস্থান শিপইয়ার্ডে নিয়োগ 2022

🎯 ভারতের স্টিল অথরিটিতে কর্মমুখী প্রশিক্ষণ

🎯 কলকাতা NUHM সোসাইটিতে 186 শূন্যপদে কর্মী নিয়োগ