কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টে (Department of Atomic Energy) ছয়টি বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে। সকল যোগ্য ভারতীয় এখানে আবেদন জানাতে পারেন। পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া সহ নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিচে থেকে একে একে জেনে নিন।
1. চিফ ফায়ার অফিসার/ A (Chief Fire Officer / A)
শূন্যপদ- 01 টি।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে Divisional Officer’s Course পাশ করে থাকতে হবে। অথবা, Fire Engineering এ নূন্যতম 60% নম্বর নিয়ে B.E পাশ করে থাকতে হবে। সেইসাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 67,700 টাকা করে বেতন দেওয়া হবে।
2. টেকনিক্যাল অফিসার/ C- কম্পিউটার (Technical Officer / C (Computers)
শূন্যপদ- 03 টি।
যোগ্যতা- Computer Science অথবা Electronics নিয়ে B.E / B.Tech পাশ করে থাকতে হবে নূন্যতম 60% নম্বর নিয়ে। এখানে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।
বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 56,100 টাকা করে বেতন দেওয়া হবে।
3. ডেপুটি চিফ ফায়ার অফিসার/ A (Deputy Chief Fire Officer / A)
শূন্যপদ- 02 টি।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে Divisional Officer’s Course পাশ করে থাকতে হবে। অথবা,
Fire Engineering এ নূন্যতম 60% নম্বর নিয়ে B.E পাশ করে থাকতে হবে। সেইসাথে 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 56,100 টাকা করে বেতন দেওয়া হবে।
4. স্টেশন অফিসার/ A (Station Officer/A)
শূন্যপদ- 07 টি।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে Divisional Officer’s Course পাশ করে থাকতে হবে। অথবা,
Fire Engineering এ নূন্যতম 60% নম্বর নিয়ে B.E পাশ করে থাকতে হবে। সেইসাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 47,600 টাকা করে বেতন দেওয়া হবে।
5. সাব অফিসার/ B (Sub-Officer / B)
শূন্যপদ- 28 টি।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে Divisional Officer’s Course পাশ করে থাকতে হবে। সেইসাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে Heavy Vehicle Driving license থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 35,400 টাকা করে বেতন দেওয়া হবে।
6. ড্রাইভার কাম পাম্প অপারেটর কামা ফায়ারম্যান (Driver-cum-Pump Operator-cum-Fireman/A (DPOF/A)
শূন্যপদ- 83 টি।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে Divisional Officer’s Course পাশ করে থাকতে হবে। সেই সাথে Heavy Vehicle Driving license থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 27 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- মাসিক 21,700 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
অনলাইন আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
অনলাইন আবেদন ফি
এখানে আবেদন করার জন্য UR দের কেবল আবেদন মূল্য জমা দিতে হবে।
1, 2, 3 পদের জন্য আবেদন মূল্য 500 টাকা, 4, 5 পদের জন্য আবেদন মূল্য 200 এবং পদ 6 এর জন্য 100 টাকা আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
10.04.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের বিভিন্ন দফতরে মোট ৩০০০ শূন্যপদে নিয়োগ
- রাজ্যের জেলা আয়ুষ দফতরে চাকরি
- টেটের পর ফের হবে সুপারটেট, প্রাইমারি পর্ষদের নতুন চিন্তাভাবনা