রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে কাউন্সেলর এবং স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। ডায়মন্ড হারবার হেলথ ডিসট্রিক্টে এই নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ ভাবে চুক্তিভিত্তিক হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য তথ্যগুলি পরপর দেখে নিন।
যে সমস্ত পদে নিয়োগ হবে
1. কাউন্সেলর (Counsellor)
2. স্টাফ নার্স (Staff Nurse)
শূন্যপদ
এখানে দুটি পদের জন্যই একটি করে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
1. কাউন্সেলর পদের জন্য-
সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটারের দক্ষতা প্রয়োজন। থাকতে হবে স্বাস্থ্য কেন্দ্রে নূন্যতম 2 বছরের কাজের অভিজ্ঞতাও।
2. নার্স পদের জন্য-
অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। GNM অথবা B.Sc Nursing ডিগ্রি থাকতে হবে। বাংলা ভাষার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা
এখানে দুটি পদের ক্ষেত্রেই 21 বছর বয়স থেকে 40 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন এর পরিমান
কাউন্সেলর পদের জন্য প্রতি মাসে 20,000 টাকা এবং নার্স পদের জন্য মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
কাউন্সেলর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার জন্য 50 নম্বর থাকবে। আরো 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে নার্স পদের জন্য কলেজের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মার্কিং করা হবে।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল নোটিশের শেষের পেজে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ড্রাফট।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
CMOH Office, Diamond Harbour Health District, South 24 pgs. Pin 743331.
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
24.04.2023 তারিখের বিকেল 5 টার মধ্যে প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির খবর 👇👇
- ১৪২০ টি শূন্যপদে ২০২৩ সালের WBP লেডি কনস্টেবল নিয়োগ
- রাজ্যের রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ
- রাজ্যের এশিয়াটিক সোসাইটিতে গ্রুপ-B চাকরি
- HLL কোম্পানিতে আঞ্চলিক ম্যানেজার পদে চাকরি