রাজ্যের পোস্টাল ডিপার্টেমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের মধ্যেই এই নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই রাজ্যের ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে।
এই নিয়োগের ক্ষেত্রে দুটি দারুন বিষয় রয়েছে। একটি হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। আর একটি হল, লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে, কোথায় কোথায় এবং কবে ইন্টারভিউ নেওয়া হবে তা জানতে নিচের তথ্য গুলির উপর ভালো করে চোখ বুলিয়ে নিন।
নোটিশ নম্বরঃ PLI-RPLI/DA-Engagement/2022-23
নোটিশ প্রকাশের তারিখঃ 12.04.2022
পদের নামঃ Direct Agent
বয়সসীমাঃ আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করা থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগের স্থানঃ দিনাজপুর ডিভিশনে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের স্থান, তারিখ, সময়ঃ
ইন্টারভিউয়ের স্থান | তারিখ | সময় |
1. O/o the SDI (P), Islampur Sub Dn., 1st Floor of Islampur Sub-Post Office. | 04.05.2022 | 10.30-1.30 |
2. O/o the ASPO(s), Raiganj Sub Dn., 1st Floor of Raiganj Mukhya Dakghar. | 05.05.2022 | 10.30-1.30 |
3. O/o the SDI (P), Kaliyaganj Sub Dn., 1st Floor of Kaliyaganj Sub-Post Office. | 10.05.2022 | 10.30-1.30 |
4. O/o the ASPO(s), (HQ), 2nd Floor of Balurghat Head Post Office. | 11.05.2022 | 10.30-1.30 |
ইন্টারভিউয়ের জন্য বায়োডাটাঃ
ইন্টারভিউ দিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের একটি বায়োডাটা এবং দরকারি কিছু ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউয়ের স্থানে নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের দিন যেসমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(2) প্যান কার্ড
(3) আঁধার কার্ড
(4) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(5) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি