জেলা শিশু সুরক্ষা দফতরে চাকরি, আবেদন ফি লাগবে না

district child protection unit in Nadia recruitment 2023

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! নদীয়া জেলার শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে।

চুক্তি ভিত্তিক পদে এখানে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নোটিশ নং- 2492(23)-WCD-17016/1/2022

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

(1) পদের নাম- অফিসার ইন চার্জ / Officer-in- Charge

মোট শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে LLB ডিগ্রি, অথবা সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশ্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে।
সাথে চাইল্ড ওয়েলফেয়ারে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

27 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীরা মাসিক 33100 টাকা বেতন হিসেবে পাবেন।

(2) পদের নাম- হাউস মাদার / House Mother

শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানেও কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।

বয়সসীমা

21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম

মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের একটি কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের একটি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 3 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Social Welfare Section, Office of The District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101

আবেদনের তারিখ 

7 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যের সরকারি পাট উৎপাদন সংস্থায় চাকরি, অনেকগুলি পদে নিয়োগের আবেদন চলছে
Next articleAIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C অনেকগুলি পদে চাকরি, শীঘ্রই অনলাইনে আবেদন করুন | AIIMS Group-B, C Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here