জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 22 হাজার টাকা

District Coordinator Recruitment Notification 2023

রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ওয়াটার এবং স্যানিটেশন সেল তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নামের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 2725/UDZP

নোটিশ প্রকাশের তারিখ- 04.09.2023

যে পদে নিয়োগ হবে

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর / Additional District Coordinator

শূন্যপদ

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

25 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীকে মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

  • 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নির্বাচিত করা হবে।
  • লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অথবা, ফিলাপ করা আবেদনপত্রটি প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ইমেলেও পাঠানো যেতে পারে।

আবেদন পাঠাবার ঠিকানা

District Sanitation Cell (Annex Building), Uttar Dinajpur Zilla Parishad

ইমেল পাঠানোর ঠিকানা

[email protected]

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন করা যাবে- 19/09/2023 তারিখের 04:00 PM এর মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
  • লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ- 20/09/2023 তারিখের সকাল 11.30 এর মধ্যে ইচ্ছুক প্রার্থীদের উক্ত ঠিকানায় রিপোর্ট করতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি

👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ

👉 মাধ্যমিক পাশে ভারতীয় এয়ারপোর্টে চাকরির বিজ্ঞপ্তি

👉 MECL এ গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

Previous article425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে 23 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে
Next article২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here