উত্তরবঙ্গের মালদা জেলার ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক আবেদন পাঠালে, সেই আবেদন বাতিল করা হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 01/G/2023
নোটিশ প্রকাশের তারিখ- 08.09.2023
যে পদে নিয়োগ হবে
1. ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড II / English Stenographer Grade III
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এর সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং টাইপিং এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য 18 বছর থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- মাসিক 37,100 থেকে 95,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
2. ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড III / English Stenographer Grade III
শূন্যপদ- 11 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং টাইপিং এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- এই পদের জন্য 18 বছর থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীকে মাসিক 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা নিয়ে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে। এখানে ইংলিশ, স্টেনোগ্রাফি এবং কম্পিউটার বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে একটি ইন্টারভিউ নেওয়া হবে সফল প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের তিন কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে জুড়ে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Chairman, District Recruitment Committee and District Judge Malda, West Bengal.
আবেদন মূল্য
- GEN, OBC, EWS প্রার্থীদের 800 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
- SC, ST, PWD প্রার্থীদের 600 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
12 অক্টোবর, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 কল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ
👉 পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ
👉 মাধ্যমিক পাশে রাজ্যে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 D.El.Ed এ ভর্তির নিয়মে বদল! এবার থেকে কলেজগুলিকে মানতে হবে নতুন এই নিয়ম