রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে চাকরির একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে এই নিয়োগটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই পুরুষ-মহিলা সকল চাকরিপ্রার্থীরাই এতে আবেদন করতে পারবে। এই মুহুর্তে অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। আবেদন করার আগে নিয়োগের সমস্ত জেনে নিন।
নোটিশ নম্বরঃ DHFWS/BSRHT/214/22
নোটিশ প্রকাশের তারিখঃ 21.01.2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা গনিত বিষয় সহ উচ্চমাধ্যমিক (HS) পাশ করতে হবে। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কয়রা থাকতে হবে এবং কম্পিউটারে MS Office ও ইন্টারনেটের কাজ জানতে হবে।
শুন্যপদ- 1 (UR)
নিয়োগের স্থানঃ বসিরহাট মিউনিসিপালিটি
(2) পদের নাম- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (Senior Treatment Supervisor (STS)
বেতন- প্রতি মাসে ২৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। কমপক্ষে ২ বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। দুই চাকার যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই চাকার গাড়ি অর্থাৎ বাইক চালাতে পারতে হবে।
শুন্যপদ- 4 (UR-2, SC-1, ST-1)
নিয়োগের স্থানঃ বসিরহাট হেলথ ডিসট্রিক্ট
(3) পদের নাম- ল্যাব টেকনিশিয়ান ডিসট্রিক্ট NCD ক্লিনিক (Lab Technician District NCD Clinic)
বেতন- প্রতি মাসে ২২ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং Diploma in Medical Laboratory Technology (DMLT) এর কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 1 (UR)
নিয়োগের স্থানঃ বসিরহাট হেলথ ডিসট্রিক্ট
বয়সসীমাঃ প্রতিটি পদের জন্য আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 40 বছরের কম হতে হবে। SC, ST শ্রেনিরা পাঁচ বছরের ছাড় পাবে এবং OBC শ্রেনিরা তিন বছরের ছাড় পাবে।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিশ্চিত করে তারপর আবেদন করতে হবে। ২১ জানুয়ারি তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৩১ জানুয়ারি তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করে এক্ষুনি আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.01.2022 |
আবেদন শুরু | 21.01.2022 |
আবেদন শেষ | 31.01.2022 |
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে চাকরি গ্রুপ-D নিয়োগ
- রাজ্যে মিউনিসিপালিটিতে গ্রুপ-D এবং ক্লার্ক নিয়োগ
- সুপারভাইজার পদে চাকরি