পশ্চিমবঙ্গের একটি জেলায় মিড ডে মিল প্রোগ্রামে গ্রুপ-C পদে লোক নিয়োগ করা হবে। শুন্যপদ থাকায় এই চাকরির নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই চাকরির জন্য রাজ্যের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। তাই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়গুলি বিস্তারে জেনে নিতে হবে।
কোথায় নিয়োগ করা হবে, ঠিক কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে তা নিচে পরপর জানানো হয়েছে। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই জেনে নেবেন।
নোটিশ নম্বরঃ 82/I/ESTT/02/CMDMP-PRL/20
নোটিশ প্রকাশের তারিখঃ 20.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
(2) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant)
নিয়োগের তথ্য (Recruitment Details)
(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 63 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি হতে হবে। সেইসাথে যেকোনো সরকারি অফিসে অ্যাকাউন্টস এর ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(2) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 63 বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি হতে হবে। সেইসাথে যেকোনো সরকারি অফিসে অ্যাকাউন্টস এর ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 18 টি
নিয়োগের স্থানঃ পুরুলিয়া জেলার ডিসট্রিক্ট অফিস এবং ব্লক/মিউনিসিপালিটি অফিসে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল বেসিসে ১ বছরের জন্য কাজে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ এবং একটি ঠিকানায় জমা করার মাধ্যমে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া আছে।
নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের ২ নম্বর পেজে আবেদন করার একটি ফর্মের প্রফর্মা দেওয়া আছে। সেটি A4 পেজে প্রিন্ট করতে হবে। ফর্ম প্রিন্ট করা হলে সঠিক তথ্য দিয়ে সেটি ফিল আপ করতে হবে।
ফর্ম ফিল আপ করার পর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্ট এর জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে। আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
District Mid-Day Meal Cell, Purulia Collectorate.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 20.05.2022 |
আবেদন শুরু | 20.05.2022 |
আবেদন শেষ | 06.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের পৌরসভায় গ্রুপ-D চাকরি
- রাজ্যের টাকশালে গ্রুপ-C কর্মী নিয়োগ
- অনেকগুলি পদে শিপইয়ার্ড লিমিটেডে চাকরি