জেলা ম্যাজিস্ট্রেটে গ্রুপ-C, গ্রুপ-D চাকরি! সমাজ কল্যান দপ্তরে হবে নিয়োগ

District Magistrate Malda Group C Group D Recruitment

রাজ্যের মালদা জেলার ম্যাজিস্ট্রেটে গ্রুপ-C, গ্রুপ-D চাকরির নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরাই তাদের যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারবে। এই জেলার সামাজিক কল্যাণ দফতরে বেশ কয়েকটি পোস্টে শূন্যপদ থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চাকরির বা নিয়োগের শর্তাবলী, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পদ্ধতির ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

নোটিশ নং – 372/DSWO (MLD)

নোটিশ প্রকাশের তারিখ – 23/05/2023

1. পদের নাম– ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার / District Child Protection Officer (DCPO)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Social Work/ Psychology/Law/ Sociology তে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। সাথে, কম্পিউটার দক্ষতা এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে।

বয়সসীমা – 18 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 44,023 টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম- প্রবেশনারি অফিসার / Legal cum Probation Officer

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – LLB তে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা (সংশ্লিষ্ট ক্ষেত্রে) এবং কম্পিউটার ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা – 18 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 27,804 টাকা বেতন দেওয়া হবে।

3. পদের নাম- ডাটা অ্যানালিস্ট / Data Analyst

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। সাথে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা – 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 18,536 টাকা বেতন দেওয়া হবে।

4. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনট্রি অপারেটর / Assistant Cum DEO

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা – 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 11,916 টাকা বেতন দেওয়া হবে।

5. পদের নাম- হাউস মাদার- মহিলা (House Mother- Female)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।

6. পদের নাম- বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

বেতনক্রম – মাসিক 13,500 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

পদ অনুয়ায়ী লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিশদে জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য www.malde.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করে আবেদনের অনলাইন ফর্মটি প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে ফিলাপ করে সাবমিট করে দিন। সাথে প্রয়োজনীয় নথি আপলোড করে দিন।

আপনার আবেদন করার সুবিধার জন্য নিচে আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। 

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন করার শেষ দিন 02/06/2023 তারিখ। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleMamata Banerjee: রাজ্যে ১ লাখ ২৫ হাজার নতুন শূন্যপদে নিয়োগের ঘোষনা, কোথায় কত শূন্যপদ দেখুন
Next articleরাজ্যের লাইব্রেরি ফাউন্ডেশনে গ্রুপ-সি MTS নিয়োগ, ১৮ থেকে ৫৬ হাজার টাকা বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here