রাজ্যে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটে সার্ভেয়ার পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ

District Magistrate Surveyor Recruitment 2023

রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ওয়াটার এবং স্যানিটেশন সেল তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে সার্ভেয়ার নামের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। এখানের আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশের তারিখ- 23.08.2023

যে পদে নিয়োগ হবে

সার্ভেয়ার / Surveyor

শূন্যপদ

1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা

সর্বোচ্চ 64 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীকে মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 2 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

20/09/2023 তারিখের, সকাল 11.30 টার সময় প্রার্থীদের রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

The Office the Chambwer of Additional District Magistrate (L.&.L.R.&R.R & R.Deptt) Paschim Medinipur

প্রয়োজনীয় নথি

1. বাসিন্দা প্রমাণ

2. ভোটার আইডি

3. ক্যারেক্টার সার্টিফিকেট

4. শিক্ষাগত যোগ্যতা

5. অভিজ্ঞতার সার্টিফিকেট

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের হস্টেলে সুপারিনটেনডেন্ট পদে চাকরি, তাড়াতাড়ি আবেদন করুন

👉 ONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি

👉 জেলা পরিষদে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো

👉 ২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে

Previous articleপ্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি
Next articleপ্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল | WB Primary TET Notification 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here