রাজ্যের ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশনে বিভিন্ন গ্রুপ-C চাকরি, ১৩ এপ্রিল অবধি আবেদন করতে পারবেন

District Planning Section Jalpaiguri Group C Recruitment

রাজ্যের ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন (District Planning Section) জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন গ্রুপ-C পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। এখানে কর্মীদের পুরোপুরি চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। 

যে সমস্ত পদে নিয়োগ হবে

1. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Sub-Assistant Engineer- SAE)

2. অ্যাকাউন্ট কাম ডাটা এনট্রি অপারেটর (Accountant-cum- Data Entry Operator- ADEO)

3. ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)

মোট শূন্যপদ

উপরের তিনটি পদের প্রতিটিতে 1 টি করে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

1. Sub-Assistant Engineer (SAE)

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering এ ডিপ্লোমা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকলে এখানে আবেদন করা যাবে।
পাশাপাশি, কম্পিউটার এডেড ডিজাইন, ডেটা এন্ট্রি এবং অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন স্কিমের রক্ষণাবেক্ষণের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

2. Accountant-cum- Data Entry Operator (ADEO)

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্সে স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
সাথে, সরকারী অ্যাকাউন্টিং পদ্ধতি এবং ডেটা এন্ট্রি অপারেশনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

3. Data Entry Operator (DEO)

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়সসীমা

তিনটি পদের জন্যেই সর্বোচ্চ বয়সসীমা 36 বছর বেঁধে দেওয়া হয়েছে।

বেতনক্রম

1. SAE- এখানে প্রার্থীদের মাসিক 30,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

2. ADEO- এখানে প্রার্থীদের মাসিক 25,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

3. DEO- প্রার্থীদের মাসিক 11,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
  • লিখিত পরীক্ষায় 80 নম্বর, কম্পিউটার টেস্টে 10 নম্বর এবং ইন্টারভিউতে 10 নম্বর থাকবে।
  • প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে সেই অনুযায়ী এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন সংক্রান্ত সমস্ত বিষয় www.jalpaiguri.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিজের তথ্য দিয়ে আবেদন পত্র ভরতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং নিজের ছবি আপলোড করে দিয়ে সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

খানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 30/03/2023 তারিখ থেকে এবং চলবে 13/04/2023 তারিখ অবধি। এই সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

✅ আবেদন করুন: Apply Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇