District Wise Bangla Sahayata Kendra in West Bengal: পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতেই বাংলা সহায়তা কেন্দ্র (BSK) রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রকে আমরা সংক্ষেপে BSK নামেও চিনি। এখানে রাজ্য সরকারের বিভিন্ন বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ, জমি জায়গার দলিল, খাজনা সহ ইত্যাদি কাজের সুবিধা এখানে ফ্রিতে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যের জনসাধারণের কাজের সুবিধার জন্য বাংলা সহায়তা কেন্দ্রের সূত্রপাত হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জেলা ভিত্তিক বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা জানবো। আপনার জেলাতে কয়টি রয়েছে সেটাই আজকের মূল বিষয়।
পশ্চিমবঙ্গের বাংলা সহায়তা কেন্দ্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 3541 টি BSK অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র আছে।
- এই সংখ্যক BSK-তে মোট 7120 জন কাজে নিযুক্ত রয়েছে।
- পশ্চিমবঙ্গে আরও নতুন করে 1446 টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে।
- নতুন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে নতুন করে 3000 জনকে নিয়োগ করা হবে।
- এতদিন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে আধার কার্ডের কাজকর্ম করা হতো না। কিন্তু খুব শীঘ্রই আধার কার্ডের বিভিন্ন কাজ- বিশেষ করে নতুন আধার কার্ড তৈরি, আধার কার্ড সংশোধন, আধার কার্ড আপডেট BSK-এর মাধ্যমে করা হবে।
পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে?
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতেই বাংলা সহায়তা কেন্দ্র (BSK) রয়েছে। এইবার আমরা এক এক করে রাজ্যের জেলা ভিত্তিক বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা গুলি জেনে নেব। আপনার জেলায় কয়টি BSK রয়েছে নিচে থেকে জেনে নিন।
(1) দক্ষিণ চব্বিশ পরগনা ১৫৯ টি
(2) মুর্শিদাবাদ ১০৭ টি
(3) পশ্চিম মেদিনীপুর ১০৩ টি
(4) পূর্ব মেদিনীপুর ১০১ টি
(5) উত্তর ২৪ পরগনা ৮২ টি
(6) হুগলি ৭৯ টি
(7) বাঁকুড়া ৭৮ টি
(8) নদীয়া ৭৭ টি
(9) পূর্ব বর্ধমান ৭৩ টি।
(10) মালদহ ৭২ টি
(11) পুরুলিয়া ৬৪ টি
(12) বীরভূম ৬৪ টি
(13) হাওড়া ৬০ টি
(14) কোচবিহার ৪৮ টি
(15) উত্তর দিনাজপুর ৪৫ টি
(16) দার্জিলিং ৩৬ টি
(17) জলপাইগুড়ি ৩৫ টি
(18) আলিপুরদুয়ার ৩৪ টি
(19) ঝাড়গ্রাম ৩৪ টি
(20) কলকাতা ৩০ টি
(21) কালিম্পং ২৯ টি
(22) পশ্চিম বর্ধমান ২৮ টি
(23) দক্ষিণ দিনাজপুর ২৩ টি
পশ্চিমবঙ্গের বেশিরভাগ জনগণ সরকারি বিভিন্ন কাজকর্ম বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। লক্ষ্য করলে দেখা যাবে রাজ্যের বেশিরভাগ জনগণকেই রেশন কার্ড, ভোটার কার্ড, জমি জায়গার কাগজ পাতি সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য এখানে ওখানে ছুটে বেড়াতে হয়। এই সমস্যার সমাধানের জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন ব্লকে এক বা একাধিক বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করে রেখেছে।
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট- Click Here