রাজ্যের DM অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

DM Office Group C Clerical Recruitment

মালদা জেলার ডিএম (DM Office) অফিসে গ্রুপ-C ক্লারিকাল পোস্টে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। পদের বিস্তারিত বিবরণ এবং আরও নানান প্রয়োজনীয় তথ্যাদির ব্যাপারে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিন। 

গ্রুপ-C ক্লারিকাল পোস্টে নিয়োগের বিস্তারিত তথ্য

কোন পদে নিয়োগ করা হবে, যোগ্যতা কি থাকতে হবে, শূন্যপদের সংখ্যা, কিভাবে নিয়োগ হবে ইত্যাদি তথ্য গুলি আমরা নিচে পর জানিয়ে দিয়েছি। আবেদন করতে চাইলে এগুলি ভালো করে একবার জেনে নিন। 

যে পদে নিয়োগ হবে

গ্রুপ সি- ক্লারিকাল সার্ভিস (Group C- Clerical Service)

শূন্যপদ

একটি মাত্র শূন্যপদ রয়েছে এখানে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের রিটায়ার্ড সরকারি অফিসার হতে হবে। কম্পিউটারের বেসিক নলেজ এবং টাইপ রাইটিং জানতে হবে। বাংলা এবং ইংরেজিতে নোট শীট ড্রাফট করতে জানতে হবে এবং সাথে আবেদনকারীকে নূন্যতম গ্রপ সি পোস্ট থেকে রিটায়ার্ড করে থাকতে হবে।

বয়সসীমা

64 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন 

মাসিক 10,000 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীকে।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন প্রথমে কম্পিউটার টেস্ট এবং নোট শীট রাইটিং এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নির্বাচিত করা হবে।

নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের দিন ও সময়

11/04/2023 তারিখে সকাল 11.30 টার সময় ইচ্ছুক প্রার্থীদের নীচের ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের স্থান 

Malda Collectorate, Malda and Block Development Office.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇