দূরদর্শন কেন্দ্র কলকাতাতে (DDK) বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অফলাইনে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এখানের আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- DDK/KOL/PROG/2023-24/Part-1
নোটিশ প্রকাশের তারিখ- 21.08.2023
যে পদে নিয়োগ করা হবে
1. ভিডিও অ্যাসিস্ট্যান্ট / Video Assistant
যোগ্যতা- ভিডিওগ্রাফিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করার পাশাপাশি 2 বছরের এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বেতন- প্রোজেক্ট পিছু 5000 টাকা বেতন দেওয়া হবে।
2. পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট / Post Production Assistant
যোগ্যতা- Film Video editing নিয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করার পাশাপাশি 2 বছরের এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বেতন- প্রোজেক্ট পিছু 3500 টাকা বেতন দেওয়া হবে।
3. বিউটিসিয়ান / Beautician/ Hair Dresser
যোগ্যতা- মেকাপ নিয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ করার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 3000 টাকা বেতন দেওয়া হবে।
4. সেট অ্যাসিস্ট্যান্ট / Set Assistant
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 3000 টাকা বেতন দেওয়া হবে।
5. লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট / Library Assistant
যোগ্যতা- লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 2500 টাকা বেতন দেওয়া হবে।
6. সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট / Social Media Assistant
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ এবং ডিজিটাল মার্কেটিং এ সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 2000 টাকা বেতন দেওয়া হবে।
7. C. G. Operator
যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটার গ্রাফিক্সে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 2000 টাকা বেতন দেওয়া হবে।
8. ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট / Broadcast
যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটার দক্ষতা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 2500 টাকা বেতন দেওয়া হবে।
9. রিসোর্স পারসন / Resource Person
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ এবং মিডিয়াতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রোজেক্ট পিছু 3000 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 4 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অথবা একটি পিডিএফ বানিয়ে ইমেলেও পাঠানো যেতে পারে।
আবেদন পাঠাবার ঠিকানা
Head of Programme.
Doordarshan Kendra Kolkata,
18/3, Uday Sankar Sarani,
Golf Green, Kolkata-700095
আবেদন পাঠাবার ইমেল
আবেদনের সময়সীমা
15.09.2023 তারিখের বিকেল 5 টার মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা
👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি
👉 রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্যপদে নিয়োগের আপডেট, দুর্গাপুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু
👉 হিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশনে চাকরি, তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করুন