ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (NIT Durgapur) এর পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। এন.আই.টি দুর্গাপুরের স্পন্সরড রিসার্চ এন্ড কনসালটেন্সি সেল-এ এই নিয়োগটি করা হবে। এই চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাস সহ আরো কিছু যোগ্যতা থাকতে হবে।
আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে ইত্যাদি বিষয়ে জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
Durgapur NIT Technical Associate Recruitment
নোটিশ নম্বর: NITD/SRCC/CDL/2022/09/02
নোটিশ প্রকাশের তারিখ: 30.09.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
চাকরির নিয়োগের বিস্তারিত তথ্য:
পদের নাম: টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Technical Associate)
বেতন: প্রতিমাসে 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
(1) উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেই সাথে মাল্টিমিডিয়াতে এক বছরের ডিপ্লোমা করতে হবে।
(2) ভিডিও রেকর্ডিং এবং সফটওয়্যার এডিটিং এর কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে
(3) DSLR ক্যামেরা চালানোর অভিজ্ঞতা এবং বিভিন্ন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম (Live Streaming Platform) অপারেশনের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিতে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের ইমেইল, হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের সময় এবং স্থান জানানো হবে।
আবেদন প্রক্রিয়া:
অফিসিয়াল বিজ্ঞপ্তির ২ নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
যারা আবেদন করতে চায় তাদেরকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষের পেজে অর্থাৎ দুই নম্বর পেজে যে আবেদন করার ফরমটি দেওয়া রয়েছে সেটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
ফর্মটি প্রিন্ট করার পর দরকারি তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে। এরপর দরকারী কিছু ডকুমেন্টের জেরক্স ফর্মের সাথে জুড়ে দিতে হবে।
সবশেষে আবেদন পত্রটি এবং দরকারী ডকুমেন্টসগুলিকে একসঙ্গে জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে এবং খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
National Institute of Technology Durgapur, Mahatma Gandhi Avenue,
Durgapur–713209, West Bengal.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) |
|
নোটিশ প্রকাশ | 30.09.2022 |
আবেদন শুরু | 30.09.2022 |
আবেদন শেষ | 16.10.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে চাকরি