রাজ্যের দুর্গাপুর প্রজেক্টে চাকরি, ৩০ হাজার টাকা মাসিক বেতন | Durgapur Projects Limited Recruitment

Durgapur Projects Limited Security Inspector Recruitment

দি দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড অর্থাৎ The Durgapur Projects Limited বা DPL হল রাজ্য সরকার অনুমোদিত বিদ্যুৎ সরবরাহকারী একটি সংস্থা। এখানে সেকুরিটি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নিয়োগ করা কর্মীকে দুর্গাপুর অফিসে পোস্টিং (Job in Durgapur) দেওয়া হবে। এখানে নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। এই নিয়োগের বিস্তারিত বিষয়াদি আপনি নিচে থেকে জেনে যাবেন। 

যে পদে নিয়োগ হবে

সেকুরিটি ইন্সপেক্টর (Security Inspector)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে। এই পদটি SC দের জন্য সংরক্ষিত।

আবেদন করার যোগ্যতা

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস/সায়েন্স/কমার্স নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। পাশাপাশি নূন্যতম 5 বছর সুবেদার পদে ভারতীয় নেভি / আর্মি / এয়ারফোর্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের রাজ্যের ইস্যু করা SC সার্টিফিকেট থাকতে হবে। অন্য রাজ্যের প্রার্থীরা সংরক্ষণের সুবিধা পাবেন না।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 50 বছর হতে হবে।

বেতনক্রম

নিয়োগ পাওয়া প্রার্থী প্রতি মাসে 30,000 টাকা করে বেতন পাবেন।

নিয়োগের সময়সীমা

এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থীকে। এই চুক্তির মেয়াদ কাল হবে 1 বছরের।

নিয়োগ প্রক্রিয়া

কেবলমাত্র পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের www.dpl.net.in. ওয়েবসাইটটি ভিজিট করে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি একটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। সেটি যথাযথভাবে পূরণ করে, নিজের দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় নথির ফটোকপির সাথে জুড়ে নিয়ে নীচের ঠিকানাতে পাঠাতে হবে।

এই পেপারগুলি একই সাথে PDF আকারে মেলও করে দিতে হবে নীচের মেল আইডিতে।
[email protected].

আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানা

The General Manager(HR&A), DPL, Administrative Building, Dr. B. C. Roy Avenue, Durgapur – 713 201, Dist. Paschim Bardhaman. 

আবেদনের সময়সীমা

বিজ্ঞপ্তি প্রকাশ হবার 15 দিনের মধ্যে এখানে চিঠি এবং মেলের মাধ্যমে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও নতুন চাকরি 👇👇