দুর্গাপুর স্টিল প্লান্টে ইতিমধ্যেই নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, দুর্গাপুর স্টিল প্লান্ট মূলত স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited- SAIL) এর দ্বারা পরিচালিত হয়।
পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ চলাকালীনই প্রত্যেক মাসের স্টাইপেন্ড পাবেন চাকরিপ্রার্থীরা। এখানে আবেদন করতে হবে সরাসরি ইমেইলের মাধ্যমে।
আজকের প্রতিবেদনে আমরা দুর্গাপুর স্টিল প্লান্টে আবেদন কিভাবে করতে হবে, নির্বাচন পদ্ধতি কেমন হবে, মোট শূন্যপদের সংখ্যা কত, স্টাইপেন্ড কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য নিচে বিস্তারে জানানো হয়েছে।
নোটিশ নম্বরঃ DSP/PERS-NW/RECTT/PTN_2022_2/2022/1947(D)
নোটিশ প্রকাশের তারিখঃ 27.07.2022
আবেদনের মাধ্যমঃ ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
প্রফিসিয়েন্সি ট্রেনিং (Proficiency Trainee)
স্টাইপেন্ডঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 8000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। মাসে 20 দিন বা তার বেশি কাজ করলে প্রতিদিন 260 টাকা করে দেওয়া হবে এবং 15 দিন থেকে 19 দিন কাজ করলে প্রতিদিন 130 টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে অথবা জেনারেল নার্সিং কোর্সের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের এবং OBC শ্রেণির প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে।
মোট শূন্যপদঃ
এক্ষেত্রে মোট 26 টি শুন্যপদ রয়েছে।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবেঃ
- ICU/NICU/BICU
- Medicine
- Surgery
- Obs & Gyn
- Pediatrics
- Casualty
- Orthopaedics
- COVID
- Chest & Other
প্রশিক্ষণের সময়কালঃ
18 মাস বা দেড় বছর সময় ধরে ট্রেনিং করানো হবে।
নিয়োগ পদ্ধতিঃ
শর্টলিস্ট এর মধ্যে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের সময় – 10 A.M to 3.00 P.M
ইন্টারভিউয়ের তারিখ – 30.08.2022 এবং 31.08.2022
ইন্টারভিউয়ের স্থানঃ
Dsp Main Hospital, J.M Sengupta Road, B – Zone, Durgapur – 713205.
ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করতে হবেঃ
Mr. S Chowdhury Sr. Manager (Pers – M&HS) Contact no.- 0343-2746225.
আবেদন পদ্ধতিঃ
(1) দুর্গাপুর স্টিল প্লান্টে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
(2) সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিসের সাথে যুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করুন।
(3) এরপরে আবেদন পত্রটি নিখুঁতভাবে পূরণ করুন।
(4) আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যোগ করুন। সমস্ত কাগজগুলিকে নিয়ে একটি পিডিএফ (PDF) বানিয়ে ফেলুন।
(5) সবশেষে আবেদনপত্রের PDF টিকে নিচের দেওয়া ইমেইলের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিন।
আবেদনপত্রের PDF পাঠানোর ইমেলঃ
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- সাব ডিভিশনাল অফিসে কো-অর্ডিনেটের পদে চাকরি
- রাজ্যে ফিল্ড ওয়ার্কার পদে চাকরি- 20,000 টাকা প্রতি মাসে বেতন
- রাজ্যের NUHM সোসাইটিতে চাকরি