রাজ্যের DVC তে চাকরি, 56 হাজার 100 টাকা মাসিক বেতন | DVC Recruitment 2023

DVC Recruitment 2023

দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে এক্সিকিউটিভ ট্রেনি (Executive Trainee) নিয়োগ করা হবে। 

দেশের পুরুষ এবং মহিলাসহ সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আরও নিয়োগের ব্যাপারে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং- PLR/60/LO/PG CLAT/2023/11

নোটিশ প্রকাশ- 04/07/2023

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ হবে

এক্সিকিউটিভ ট্রেনি (Executive Trainee), 2023/06 / Executive Trainee (LAW),2023/06

শূন্যপদ

এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ‘কমন ল এন্ট্রান্স টেস্ট’ অথবা সংক্ষেপে CLAT পাশ করে থাকতে হবে। CLAT PG পরীক্ষা দিয়ে থাকতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে উল্লেখ্য, CLAT 23 ছাড়া অন্য কোনো বছরের পরীক্ষার নম্বর এখানে গ্রহণ করা হবে না, অর্থাৎ   CLAT 22 কিংবা তার পূর্ববর্তী বছর গুলির পরীক্ষার নম্বর এখানে গ্রাহ্য করা হবে না।
এর সাথে প্রার্থীদের 65% বা তার বেশি নম্বর সহ ল নিয়ে ব্যাচেলর্স ডিগ্রি শেষ করে থাকতে হবে।

বয়সসীমা 

এই পদের জন্য সর্বোচ্চ 29 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

প্রার্থীদের মাসিক 56,100 থেকে 1,77,500 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

CLAT পরীক্ষার ভিত্তিতে এখানে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে সেই সব প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Career→ Recruitment→ Recruitment Notices.’ অপশন গুলিতে ধাপে ধাপে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের 300 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের তারিখ

23 জুলাই, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleপঞ্চায়েত ভোট মিটতেই রাজ্যে নিয়োগের তোড়জোড়! ক্লার্ক, গ্রুপ- C, D শূন্যপদের হিসেব চাইলো নবান্ন
Next articleBECIL সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, 22 হাজার 744 টাকা মাসিক বেতন | BECIL field Assistant recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here