দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) হল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকগুলি বিভাগে ট্রেনি নিয়োগ করা হবে।
দেশের পুরুষ এবং মহিলাসহ সকল যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আরও নিয়োগের ব্যাপারে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- PLR/ET-2023/12
নোটিশ প্রকাশ- 01/10/2023
যে পদে নিয়োগ হবে
এক্সিকিউটিভ ট্রেনি
শূন্যপদ
এখানে Mining এ 10 টি, Mech এ 29 টি, Elec এ 37 টি, Civil এ 11 টি, C&I এ 2 টি এবং IT তে 2 টি করে শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের GATE-2023 পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য, CLAT 23 ছাড়া অন্য কোনো বছরের পরীক্ষার নম্বর এখানে গ্রহণ করা হবে না, অর্থাৎ GATE 22 কিংবা তার পূর্ববর্তী বছর গুলির পরীক্ষার নম্বর এখানে গ্রাহ্য করা হবে না।
বয়সসীমা
এই পদের জন্য সর্বোচ্চ 29 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 56,100-1,77,500 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
GATE পরীক্ষার ভিত্তিতে এখানে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে সেই সব প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Career→ Recruitment→ Recruitment Notices.’ অপশন গুলিতে ক্লিক করতে হবে।
তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
- এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের 300 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
- SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা
30 অক্টোবর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অফিসে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 SSC এর শিক্ষক নিয়োগের সমস্যা মিটতে চলেছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করলেন এই মন্তব্য
👉 ভারতীয় কৃষক সার সমবায়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 33 হাজার 300 টাকা
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, মাসিক বেতন 17 হাজার 200 টাকা
👉 পুজোর ছুটির মধ্যে চালু রাখতে হবে স্কুল! একথা কেন বললেন স্কুলের প্রধান শিক্ষক?