পশ্চিমবঙ্গে ইস্টার্ন কমান্ডে গ্রুপ-C বিভিন্ন পদে লোক নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলেই রাজ্যের ২৩ টি জেলা থেকেই আবেদন করতে পারবেন।
একটি বাদে সমস্ত পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। একটি পদের জন্য উচ্চমাধ্যমিক যোগ্যতা লাগবে।
ঠিক কি কি পদে নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি নিয়োগের বিষয়গুলি নিচে থেকে এইবার আমরা এক এক করে জেনে নেবো। বিস্তারিত জেনে এবং বুঝে তারপর আবেদন করবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) পদের নাম- বার্বার
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং বার্বার ট্রেডে দক্ষতা থাকতে হবে।
শুন্যপদ- 9 টি
(2) পদের নাম- চৌকিদার
বেতনঃপে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত কাজের জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 12 টি
(3) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
বেতনঃ পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 3 টি
(4) পদের নাম- সাফাইওয়ালা
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত কাজের জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 35 টি
(5) পদের নাম- হেলথ ইন্সপেক্টর
বেতনঃ পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করা থাকতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 18 টি
(6) পদের নাম- রাঁধুনি (Cook)
বেতনঃ পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং ভারতীয় খাবার রান্না করার দক্ষতা থাকতে হবে।
শুন্যপদ- 3 টি
(7) পদের নাম- ট্রেডসম্যান মেট (T/ Mate)
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং উক্ত কাজের জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 8 টি
(8) পদের নাম- ওয়ার্ড সহায়িকা
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সরকারি কোনো দপ্তরে দাই (Dai) হিসেবে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 53 টি
(9) পদের নাম- ওয়াশারম্যান
বেতনঃ পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।
বয়সসীমা- আবেদনকারীর বয়স 18 – 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে মিলিটারি এবং সিভিলিয়ান কাপড় কাচার দক্ষতা থাকতে হবে।
শুন্যপদ- 17 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাসঃ
আবেদন প্রক্রিয়াঃ
শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল নোটিশের ৬ নম্বর পেজে পাওয়া যাবে।
অফিসিয়াল নোটিশ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি আবেদনকারীকে তার সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
এরপর ফর্মের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে ফেলতে হবে। সবশেষে আবেদনপত্রের ঐ খামটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) Birth certificate
(2) Domestic/ Domicile Certificate
(3) Nationality Certificate
(4) Indian Passport
(4) Permanent Residence certificate
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Commandant , Command Hospital (EC) Alipore, Kolkata- 700027.
আবেদন ফিঃ
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 100 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 30 মে 2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update