ইস্টার্ন রেলওয়েতে 3115 টি শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ | Eastern Railway Apprentices Recruitment 2023

Eastern Railway Apprentices Recruitment 2023

ভারতীয় রেলওয়ের ইস্টার্ন শাখার তরফে জানানো হয়েছে এখানে বহু সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কেবলমাত্র মাধ্যমিক শ্রেণী পাশ করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

দেশের যে কোনো রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। প্রার্থীরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য 

নোটিশ নং- RRC-ER/Act Apprentices/2023-24

নোটিশ প্রকাশ- 12/09/2023

যে পদে নিয়োগ করা হবে

অ্যাপ্রেন্টিস / Apprentice

শূন্যপদ

এখানে মোট 3115 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে Fitter, Welder, Turner, Machinist, Carpenter, Painter (General), Mechanic (DSL), Mechanic (Motor Vehicle), Electrician, Electronics Mechanic, Wireman, Mechanic Refrigeration & AC সহ আরও বেশ কয়েকটি ট্রেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের ছয়টি জায়গায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল। ট্রেড পিছু শূন্যপদ জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 50% নম্বর সহ মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

এখানে রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে। এছাড়াও, কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি

মাধ্যমিক এবং ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে। সব শেষে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন মূল্য

SC/ST/PWD/Women ছাড়া সকল পরীক্ষার্থীকে 100 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু- 27/09/2023
  • আবেদন করার শেষ দিন- 26/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি

👉 রাজ্যে ৩৬ হাজার অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগের আপডেট, অষ্টম শ্রেনি ও মাধ্যমিক পাশে মিলবে চাকরি

👉 রাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি

👉 প্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা থাকবে না! পর্ষদ সভাপতির মন্তব্যে আশার আলো

👉 শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা

Previous articleইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি, মাধ্যমিক পাশ ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
Next articleউচ্চ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে | Forest Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here