ভারতের পূর্ব (Eastern) রেলে অ্যাপ্রেনটিস নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। হাওড়া, শিয়ালদাহ সহ বিভিন্ন ডিভিশনে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। অ্যাপ্রেনটিস ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের কোন কোন রেলওয়ে ডিভিশনে নিয়োগ করা হবে, ডিভিশন ভিত্তিক শুন্যপদ কয়টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং আবেদন প্রক্রিয়া কি রয়েছে ইত্যাদি বিষয়গুলি এইবার আমরা এক এক করে জেনে নেবো।
নোটিশ নম্বরঃ RRC-ER/Act Apprentices/2021-22
নোটিশ প্রকাশের তারিখঃ 29.03.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাক্ট অ্যাপ্রেনটিস (Act Apprentice)
যেসমস্ত ডিভিশনে নিয়োগ করা হবেঃ
(1) হাওড়া ডিভিশন
(2) লিলুয়া ডিভিশন
(3) শিয়ালদহ ডিভিশন
(4) কাচড়াপাড়া ডিভিশন
(5) মালদা ডিভিশন
(6) আসানসোল ডিভিশন
(7) জামালপুর ডিভিশন
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
ফিটার, ওয়েল্ডার, Mech (MV), Mech (Dsl.), মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়ারম্যান, Ref.& AC Mech, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্টেন্যান্স, টার্নার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
ডিভিশন অনুযায়ী শুন্যপদঃ
(1) হাওড়া ডিভিশন- 659 টি
(2) লিলুয়া ডিভিশন- 612 টি
(3) শিয়ালদহ ডিভিশন- 297 টি
(4) কাচড়াপাড়া ডিভিশন- 187 টি
(5) মালদা ডিভিশন- 138 টি
(6) আসানসোল ডিভিশন- 412 টি
(7) জামালপুর ডিভিশন- 667 টি
মোট শুন্যপদঃ 2972 টি
বয়সসীমাঃ
আবেদনকারী প্রার্থীর বয়স 15 – 24 বছর হতে হবে। বয়সের হিসেব করতে হবে 10.05.2022 তারিখ অনুযায়ী। ST, SC শ্রেনিরা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
কমপক্ষে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে NCVT/SCVT এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General)- এই সমস্ত ট্রেড গুলির ক্ষেত্রে কমপক্ষে অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং NCVT/SCVT এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
অষ্টম শ্রেনি বা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ITI এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বের করা হবে। ঐ মেরিট লিস্টের ভিত্তিতে অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে।
অফিসিয়াল নোটিশের ১১ নম্বর পেজে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে। নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াঃ
পূর্ব রেল (Eastern Railway) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে তার পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, মার্কশীট, ITI সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন করার সময় 100 টাকা জমা করতে হবে। SC, ST, PWBD এবং মহিলাদের জন্য আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 29.03.2022 |
আবেদন শুরু | 11.04.2022 |
আবেদন শেষ | 10.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update