ভারতের ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেল (Eastern Railway) এর কোলকাতা শাখাতে গ্রুপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে ৩০ আগস্ট তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সব জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
প্রথমেই জানিয়ে রাখি, এই চাকরিটি মূলত স্পোর্টস কোটার চাকরি। বিভিন্ন ক্যাটেগরিতে গ্রুপ-সি পদের এই চাকরির জন্য শূন্যপদ কয়টি রয়েছে প্রতি মাসে ঠিক কত করে বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি নিচে জানানো হচ্ছে।
আবেদন করার আগে অবশই একবার ভালো করে জেনে এবং বুঝে নেবেন। চলুন আর দেরি না করে এইবার এক এক করে সব কিছু জানা যাক।
Eastern Railway Group-C Recruitment
নোটিশ নম্বর: RRC/ER/Sports Quota (Open Advertisement) 2022-2023
নোটিশ প্রকাশের তারিখঃ 26 আগস্ট 2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন করা যাবে না।
যেসমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) গ্রুপ-C ক্যাটেগরি-1 (লেভেল-4/লেভেল-5)
(2) গ্রুপ-C ক্যাটেগরি-2 (লেভেল-2/লেভেল-3)
বেতন:
(1) গ্রুপ-C ক্যাটেগরি-1: প্রতি মাসে 5200 থেকে 20,200 টাকা সাথে 2400 অথবা 2800 টাকার গ্রেড পে।
(2) গ্রুপ-C ক্যাটেগরি-2: প্রতি মাসে 5200 থেকে 20,200 টাকা সাথে 1900 অথবা 2000 টাকার গ্রেড পে।
বয়সসীমা:
উভয় গ্রুপ-C ক্যাটেগরির চাকরির জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
(1) গ্রুপ-C ক্যাটেগরি-1: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
(2) গ্রুপ-C ক্যাটেগরি-2: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড/কাউন্সিল/প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
শূন্যপদ:
(1) গ্রুপ-C ক্যাটেগরি-1: 5 টি
(2) গ্রুপ-C ক্যাটেগরি-2: 16 টি
নিয়োগের স্থান:
ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেল (Eastern Railway) এর যেকোনো ইউনিটে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process):
ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো-er.indianrailways.gov.in, ওয়েবসাইটি ওপেন করে ‘Railway Recruitment Cell’ লেখার উপর ক্লিক করতে হবে।
এরপর আবেদন করার মেন খুলে যাবে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে দরকারি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সবশেষে আবেদন জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে।
আবেদন করার সময় আবেদনকারীকে তার দরকারি ডকুমেন্ট গুলিকে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
আবেদন ফি:
আবেদন করতে 500 টাকা লাগবে। এর মধ্যে 400 টাকা রিফান্ড (Refund) দেওয়া হবে। যারা Trial দেবে শুধু তাদেরকেই টাকা রিফান্ড করা হবে।
SC, ST, EWS এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 250 টাকা। এক্ষেত্রে যারা Trial দেবে তাদের সমস্ত টাকাই রিফান্ড অর্থাৎ ফেরত দেওয়া হবে।
স্পোর্টস কোটায় চাকরি (Sports Quota Recruitment):
আবারো জানিয়ে দিই, এই নিয়োগটি মূলত স্পোর্টস কোটায় করা হবে।
👍 এই নিয়োগের বিষয়ে আরো ভালোভাবে জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড (Notice Download) করে জেনে নিন।
অফিসিয়াল নোটিশের প্রথম পেজেই ছকের আকারে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 26.08.2022 |
আবেদন শুরু | 30.08.2022 |
আবেদন শেষ | 29.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 WBPSC এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি