শিয়ালদহ, হাওড়া, মালদা সহ রাজ্যের বিভিন্ন রেলওয়ে ডিভিশনের নিয়োগ- শূন্যপদ ৩১১৫ টি, অষ্টম এবং মাধ্যমিক পাশে আবেদন

Eastern Railway Shealdah Howrah Division Recruitment

ভারতের ইস্টার্ন রেলওয়ের হাওড়া, শিয়ালদা, মালদা, কাচারাপাড়া সহ একাধিক ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। এক্ষেত্রে অষ্টম শ্রেণি এবং মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 

ভারতীয় ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেল এর বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অনলাইন ছাড়া অন্য কোন উপায়ে আবেদন করা যাবে না। 

আবেদন করার আগে অবশ্যই পশ্চিমবঙ্গের রেলের কোন কোন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, ডিভিশন অনুযায়ী শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে প্রার্থী বাছাই করা হবে সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে জানানো হলো। বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদন করুন। 

Eastern Railway Shealdah, Howrah, Malda Division Recruitment

Eastern Railway Shealdah Howrah Division Recruitment

ইস্টার্ন রেলওয়ের নিয়োগের তথ্য (Eastern Railway Recruitment Details)

বিজ্ঞপ্তি নম্বর: RRC-ER/Act Apprentices/2022-23

নোটিশ প্রকাশের তারিখ: 23.09.2022

আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নাম: রেলওয়ে অ্যাপারেন্টিস (Railway Apprentice)

রাজ্যের যে সমস্ত ডিভিশনে নিয়োগ করা হবে: 

  • হাওড়া ডিভিশন
  • লিলুয়া ওয়ার্কশপ
  • শিয়ালদহ ডিভিশন
  • কাঁচরাপাড়া ওয়ার্কশপ 
  • মালদা ডিভিশন 
  • আসানসোল ডিভিশন 
  • জামালপুর ওয়ার্কশপ

ডিভিশন অনুযায়ী শূন্যপদ: 

  • হাওড়া ডিভিশন- 659
  • লিলুয়া ওয়ার্কশপ- 612
  • শিয়ালদহ ডিভিশন- 440
  • কাঁচরাপাড়া ওয়ার্কশপ- 187
  • মালদা ডিভিশন- 138
  • আসানসোল ডিভিশন- 412 
  • জামালপুর ওয়ার্কশপ- 667

মোট শূন্যপদ: 3115 টি

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে: 

Fitter, Welder, Mech(MV), Mech(Dsl.), Machinist, Carpenter, Painter, Lineman (General), Wireman, Ref. & AC Mech, Electrician, Mechanic Machine Maint. Tool (MMTM), Turner ইত্যাদি। 

বয়সসীমা: 15 থেকে 24 বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে। 

বয়সের ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী এক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। ST, SC শ্রেণীরা পাঁচ বছরের, OBC শ্রেণীরা তিন বছরের এবং PwBD শ্রেণীরা দশ বছরের ছাড় পাবে। 

শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সাথে NCVT অথবা SCVT স্বীকৃতপ্রাপ্ত নির্দিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। 

Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter এবং Painter (General) এই ছয়টি ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে NCVT অথবা SCVT স্বীকৃতপ্রাপ্ত নির্দিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণীতে প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট ট্রেডের আইটিআই পাসের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টের উপর নির্ভর করেই প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। 

আবেদন প্রক্রিয়া: 

ইস্টার্ন রেলওয়ে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। 

এক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। 

ফর্ম ফিলাপ করার সময় দরকারি বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। 

যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে: 

  • পাসপোর্ট সাইজের ছবি (তিন মাসের বেশি পুরনো হওয়া চলবে না)
  • প্রার্থীর সিগনেচার
  • অষ্টম শ্রেণি পাস এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট (যেটি প্রযোজ্য হবে)
  • আইটিআই সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (ST, SC, OBC দের ক্ষেত্রে)

আবেদন ফি:

ইস্টার্ন রেলওয়ে এ্যাপ্রেন্টিস এর আবেদনের জন্য 100 টাকা লাগবে। ST, SC, PwBD মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করতে হবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 23/09/2022
আবেদন শুরু 30/09/2022
আবেদন শেষ 29/10/2022

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাস ২০২২

🎯 প্রাইমারি টেট পরীক্ষার জন্য বই এর লিস্ট- দেখুন 

🎯 ২৫ হাজার টাকা বেতনে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ