ভারত সরকার পরিচালিত সংস্থার তরফ থেকে নতুন এক অ্যাপ্রেনটিস নিয়োগ (Apprentice Recruitment) এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ECIL দপ্তরে প্রশিক্ষণের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
বিভিন্ন ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে প্রশিক্ষণ চলাকালীনই নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। এই প্রশিক্ষণ একদম বিনামূল্যে দেওয়া হবে। তাই নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীদের কাছে এটি একটি বড় হতে পারে।
আজকের এই প্রতিবেদনে এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদন কিভাবে করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে,স্টাইপেন্ড কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শূন্যপদের সংখ্যা কয়টি রয়েছে ইত্যাদি তথ্যগুলি নিচে একে একে জানানো হয়েছে।
ECIL Apprentice Recruitment 2022
নোটিশ নম্বরঃ 17/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 25.07.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অ্যাপ্রেন্টিস (Apprentice)
স্টাইপেন্ডঃ
এখানে প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের 7,700 থেকে 8050 টাকা পর্যন্ত প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
অ্যাপ্রেন্টিস নিয়োগের নিয়ম অনুসারে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে NCVT সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমাঃ
আবেদনকারী প্রার্থীর বয়স 14.10.2022 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে এবং ট্রেড অনুযায়ী শূন্যপদঃ
- ELECTRICIAN- 50
- ELECTRONIC MECHANIC- 100
- FITTER- 50
- R&AC- 10
- MMV- 1
- TURNER- 10
- MACHINIST- 10
- MACHINIST(G)- 3
- MM TOOL MAINT- 2
- CARPENTER- 5
- COPA- 20
- DIESEL MECH- 3
- PLUMBER- 1
- SMW- 1
- WELDER- 15
- PAINTER- 3
নিয়োগ প্রক্রিয়াঃ
এই পদের জন্য আবেদন প্রার্থীদের ITI নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
এখানে আবেদন করার জন্য সবার প্রথমে যে সমস্ত প্রার্থীদের দরকারি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের অবশ্যই www.apprenticeship.gov.in এ গিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এছাড়াও ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিসের সাথে যুক্ত আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভর্তি করতে হবে। সবশেষে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
(1) Govt.ITI Musheerabad.
(2) ECIL counter- Govt.QQS ITI-Girls,Santoshnagar,Saidabad(Mandal) Hyderabad.
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 25.07.2022 |
আবেদন শুরু | 08.08.2022 |
আবেদন শেষ | 12.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা পদে চাকরি
🎯 কোলকাতায় ফিল্ড ওয়ার্কার পদে লোক নিয়োগ