বিদ্যুৎ দপ্তরে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ 2022, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে বেতন | ECIL Trade Apprentice Recruitment 2022

ECIL trade apprentice recruitment 2022

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন কেন্দ্র সরকারের নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের সামনে এক বিশাল বড় সুযোগ। সম্প্রতি ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) তরফ থেকে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ট্রেনিং চলাকালীনই স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা। বিপুল সংখ্যক শূন্যপদে এখানে নিয়োগ করা হবে।

বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

তাহলে আর বেশি দেরি না করে একে একে জেনে নেওয়া যাক আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য।

ECIL Trade Apprentice Recruitment 2022

electric department trade apprentice recruitment 2022

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ 

ITI ট্রেড অ্যাপ্রেন্টিস (ITI Trade Apprentice) 

স্টাইপেন্ডঃ

নির্দিষ্ট ট্রেড অনুযায়ী প্রতিমাসে 80,50 টাকা এবং 7700 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

যেকোনো NCVT দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে এবং ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমাঃ

14.10.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC,ST শ্রেণীর প্রার্থীরা 5 বছরের এবং OBC শ্রেণীর প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে। 

ট্রেডের নাম এবং শূন্যপদঃ 

  • ELECTRICIAN – 50
  • ELECTRONIC MECHANIC – 100
  • FITTER – 50
  • R&AC – 10
  • MMV – 1 
  • TURNER – 10
  • MACHINIST – 10 
  • MACHINIST(G) – 3
  • MM TOOL MAINT – 2
  • CARPENTER – 5
  • COPA – 20
  • DIESEL MECH – 3
  • PLUMBER – 1 
  • SMW – 1
  • WELDER – 15 
  • PAINTER – 3
প্রশিক্ষণের সময়সীমাঃ

এখানে প্রার্থীদের প্রথমে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শুরু হবে 18.10.2022 তারিখ থেকে।

নিয়োগ পদ্ধতিঃ
  • On The Basis of  ITI Marks Merit
আবেদন পদ্ধতিঃ

অফলাইনে আবেদনপত্র পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে দেওয়া আছে। 

তাই আবেদনকারীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে। 

এরপর প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।

তারপরে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করতে হবে। সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র এটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানাঃ

Govt. ITI Musheerabad on 08.08.2022 Or Govt. QQS ITI-Girls Santoshnagar Saidabad (Mdl) Hyderabad on 12.09.2022

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 08.08.2022
আবেদন শুরু 08.08.2022
আবেদন শেষ 12.09.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-