ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL) এর তরফে একটি নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের পূর্ব বর্ধমান জেলাতে ফুলটাইম অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে 15 আগস্ট, 2023 তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে পারবেন। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে। নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নম্বর- ECL/C-5(D)/EE/Advisor (LRE)/23/2175 এবং ECL/C-5(D)/EE/Advisor (Envt)/23/2176
নোটিশ প্রকাশের তারিখ- 26.07.2023
নিয়োগের বিস্তারিত তথ্য
1.পদের নাম- ফুলটাইম অ্যাডভাইজার (ভূমি রাজস্ব ও এস্টেট) / full time Advisor (Land Revenue & Estate)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নূন্যতম DLRO/AC পদে কর্মরত থাকা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- সর্বোচ্চ 65 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 37,500 – 1,20,00 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান- রাজমহল এলাকা এবং রাজ্যের ECL হেডকোয়ার্টারে নিয়োগ করা হবে।
2. পদের নাম- ফুলটাইম অ্যাডভাইজার (পরিবেশ ও বন) / full time Advisor (Environment & Forest)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের PCCF/APCCF পদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 65 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- এখানে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে 37,500 – 1,20,00 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান
রাঁচিতে পোস্টিং দেওয়া হবে মনোনীত প্রার্থীকে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 3 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে। এটি প্রিন্ট করিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করার সাথে সাথে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় করে ফর্মটিকে পাঠাতে হবে নীচের ঠিকানায় অথবা একটি পিডিএফ বানিয়ে তা মেল করে দিতে হবে।।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
HOD(EE), ECL., Sanctoria,
P.S. Disergarh, Pin-713333, Burdwan(W.B)
মেল আইডি: [email protected]
অফলাইন আবেদনের ক্ষেত্রে যেসব নথি লাগবে
1. বয়সের প্রমাণ
2. অবসরের নোটিশ
3. পে স্লিপ
4. যোগ্যতার প্রমাণ
5. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
আবেদনের তারিখ
অনলাইনে আবেদন শেষ হবে 15 অগাস্ট, 2023 তারিখের বিকেল 5 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি
- রাজ্যে সমাজকল্যাণ দফতরে নতুন চাকরি
- ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
- ভারতীয় বায়ু সেনাবাহিনীতে অগ্নিবীর বায়ু পদে চাকরি
- রাজ্যে পৌরসভায় চাকরির বিজ্ঞপ্তি জারি