ইডি (ED)-তে চাকরির বিজ্ঞাপ্তি জারি, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ED Technical Assistant Recruitment 2025: ভারত সরকারের অধীনস্থ ইনফোর্সমেন্ট ডিরেক্টরি (ED) সম্প্রতি সিস্টেম অ্যানালিস্ট এবং সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলিতে চাকরি পেলে দিল্লি, লখনৌ, পাটনা এবং রাঁচির অফিসগুলোতে নিয়োগ করা হবে। 

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। যারা এই পদগুলোর জন্য যোগ্য এবং আগ্রহী তারা বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে অফলাইন বা ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই পদের জন্য আবেদনযোগ্য। 

আজকের প্রতিবেদনে এই চাকরি সম্পর্কিত বিস্তারিত বিবরণ যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় তুলে ধরা হলো। 

নিয়োগকারী সংস্থাইনফোর্সমেন্ট ডিরেক্টরি (ED)
পদের নামসিস্টেম অ্যানালিস্ট ও সাইন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ৭ টি
মাসিক বেতন৭০,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅফলাইন বা ইমেইল
আবেদনের শেষ তারিখ২১/০২/২০২৫
অফিশিয়াল পোর্টালenforcementdirectorate.gov.in

পদের নাম এবং শূন্যপদ 

এখানে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- 

  • সিস্টেম অ্যানালিস্ট- ১টি শূন্যপদ খালি রয়েছে।
  • সাইন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ৬টি শূন্যপদ খালি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

সিস্টেমের অ্যানালিস্ট- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (MCA) অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি অর্জন করতে হবে। ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) অথবা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন করলেও এখানে আবেদন করা যাবে। 

এর পাশাপাশি PHP, JAVA অথবা ASP.Net দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং MYSQL, SQL, ORACLE অথবা PostgreSQL এর মত ডেটাবেস চালাতে জানতে হবে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাইন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদন করার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন (BCA) বা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার ডিগ্রী অর্জন করতে হবে। 

এর পাশাপাশি PHP, JAVA অথবা ASP.Net দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং MYSQL, SQL, ORACLE অথবা PostgreSQL এর মতো ডেটাবেস চালাতে জানতে হবে। 

বয়স সীমা

বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

বেতন কাঠামো

সিস্টেম অ্যানালিস্ট- এই পদে চাকরি পেলে প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

সাইন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- এই পদে চাকরি পেলে প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করার পর যোগ্য প্রার্থীদের ইমেল এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। পরবর্তী ধাপের জন্য নির্বাচনের তারিখ, সময় এবং স্থান আবেদনকারীর ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • আমাদের প্রতিবেদনের নীচ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে।
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে পোস্ট অফিস বা নিচে দেওয়া ইমেইল এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন।

পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়- সহকারী পরিচালক (অ্যাডমিন), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, দিল্লি জোনাল অফিস-১, ব্লক-সি, প্রবর্তন ভবন, ডঃ এ.পি.জি. আবদুল কালাম রোড, নতুন দিল্লি-১১০০১১

আবেদনপত্র পাঠানোর ইমেইল- [email protected]

আরও আপডেট: কল্যাণী এইমস-এ গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ২৯ জানুয়ারি, ২০২৫

আবেদনের শেষ তারিখ- ২১ ফেব্রুয়ারি, ২০২৫

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন পত্র- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Click Here

অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now

Leave a Comment