মাধ্যমিক পাশে সুপারভাইজার পদে চাকরি, রাজ্যের মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ

Education Supervisor Recruitment in Murshidabad

রাজ্যের মুর্শিদাবাদ জেলার মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

নোটিশ নং – 2463 -MDC/ESE-1/18

নোটিশ প্রকাশ – 26.05.2023

যে পদে নিয়োগ করা হবে

এডুকেশন সুপারভাইজার / Education Supervisor

শূন্যপদ

মোট 1 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে কম্পিউটারে নূন্যতম ‘ও’ লেভেলের দক্ষতা থাকতে হবে।
এর সাথে প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য, অর্থাৎ জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম হতে হবে এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন এর পরিমান

বেতন কাঠামো সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান 

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্কটি ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন। সেটি পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

টেস্টের তারিখ এবং সময়

08/06/2023, সকাল 10.30 টার সময়।

টেস্ট নেওয়ার ঠিকানা

West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector 1, Salt Lake, Kolkata-700064.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous article1036 শূন্যপদে IDBI ব্যাঙ্কে কর্মচারী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | IDBI Bank Executive Recruitment 2023
Next article395 শূন্যপদে UPSC-র মাধ্যমে NDA তে নিয়োগ, খুব তাড়াতাড়ি অনলাইনে আবেদন করতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here