স্কুলে 6329 টি শূন্যপদে নন টিচিং এবং টিচিং পদে চাকরি! পদের নাম, মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

ekalavya-model-school-6329-non-teaching-teacher-recruitment

কেন্দ্রীয় সরকারের একলব্য মডেল স্কুলে টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগ হবে। ছয় হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এখানে। নির্বাচিত প্রার্থীদের স্কুল ক্যাম্পাসে থাকতে হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী মাসিক বেতন কত, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে দেওয়া তথ্যগুলি বিস্তারিত জানুন। 

নিয়োগের বিস্তারিত তথ্য

(1) পদের নাম-TGT (Trained Graduate Teacher)

Hindi, English, Maths, Science, Social Studies, Sciences, Music, Art, PET (Male) , PET (Female), Librarian, Bengali , Gujarati , Kannada , Malayalam , Manipuri, Marathi , Odiya , Telugu , Urdu, Mizo, Sanskrit , Santali)

শূন্যপদ- মোট 5660 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উপরের কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট সহ বি.এড ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে CTet পাশ করে থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম-44900 – 142400 টাকা এবং 35400 – 112400 টাকা পদ অনুসারে বেতন বাবদ দেওয়া হবে।

(2) পদের নাম- হস্টেল ওয়ার্ডেন/Hostel Warden

শূন্যপদ- 334 টি মহিলা এবং 335 টি পুরুষ ওয়ার্ডেনের পদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 29200 – 92300 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান 

নির্বাচিত প্রার্থীদের যে কোনো একলব্য মডেল স্কুলে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য emrs.in ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

টিচার এবং ওয়ার্ডেন পদে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের যথাক্রমে 1500 এবং 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST /PwD দের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের তারিখ

এখানে আবেদন চলবে 18/08/ 2023 তারিখ পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যে রামকৃষ্ণ মিশনে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ | Ramakrishna Mission Recruitment 2023
Next articleWBPSC এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি, পদের নাম, শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন | WBPSC New Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here