রাজ্যের বীরভূম জেলার বোলপুরে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তিনটি অস্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।
নোটিশ নং- 1950/BCWTD
নোটিশ প্রকাশের তারিখ- 26/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ হবে
গেস্ট টিচার
এখানে ফিজিক্স, ম্যাথেম্যাটিক্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
শূন্যপদ
প্রতিটি বিষয়ের জন্য 1 টি করে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
M.Sc এর সাথে B.Ed. করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে 2 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।
বেতনক্রম
মনোনীত প্রার্থীদের মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
80 নম্বরের লিখিত পরীক্ষার এবং 20 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য, প্রার্থীদের সিভি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে সেটি ইমেল করতে হবে নীচের ইমেল আইডিতে।
আবেদন পাঠাবার ইমেল আইডি
প্রয়োজনীয় নথি
1. রঙিন পাসপোর্ট সাইজের ছবি
2. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
3. বয়সের প্রমাণ
4. এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
5. আধার কার্ড
আবেদনের তারিখ
09/08/2023 তারিখের বিকেল 5 টার মধ্যে প্রার্থীদের মেলের মাধ্যমে আবেদন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে সমাজকল্যাণ বিভাগে কর্মী নিয়োগ
- EWS সার্টিফিকেট এর নতুন নিয়ম
- NIELIT তে গ্রুপ-B ও গ্রুপ-C পদে চাকরি
- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগ
- রাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি