একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, কালিম্পং-এ একাধিক টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে সকল যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এক্ষেত্রে চাকরির জন্য আবেদন জানাতে পারবে। অনগ্রসর শ্রেণি উন্নয়ন বিভাগে এই নিয়গটি করা হবে। নিয়োগের বাকি বিষয়গুলি নিচে দেওয়া রইল। আবেদন করতে চাইলে আগে বিস্তারিত জেনে নিন।
যেসব পদে নিয়োগ হবে
এখানে টিচিং এবং নন টিচিং এই দুই ধরনের পোস্টে নিয়োগ হবে।
টিচিং পোস্ট
1) টিচার ইন চার্জ (Teacher in charge)
2) টিচার- কম্পিউটার (Teacher – Computer)
3) অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher – Science, Mathematics, English, Nepali, History, Geography)
নন টিচিং পোস্ট
1. সুপারিনটেনডেন্ট অফ হোস্টেল (Superintendent of Hostel)
2) তত্ববধায়িকা (Matron)
3) ক্লার্ক (Clerk)
4) পিওন (Peon)
5) কুক (Cook)
6) হেল্পার (Helper)
7) সুইপার (Sweeper)
8) নাইট গার্ড (Night guard)
শূন্যপদ
উপরের প্রতিটি পদের জন্য একটি করে শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
1) Teacher in charge পদের জন্য, মাস্টার্স ডিগ্রির সাথে বিএড করে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
2) Teacher – Computer পদের জন্য, কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট হতে হবে।
3) Assistant Teacher পদের জন্য, নির্দিষ্ট বিষয়গুলিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে বিএড ডিগ্রি এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
4) Superintendent of hostel, Matron, Clerk পদের জন্য, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
5) অন্যান্য পদগুলির জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
বয়সসীমা
সমস্ত পদের জন্য বয়সসীমা 18 থেকে 38 বছর রাখা হয়েছে।
পদ অনুযায়ী বেতন
1) Teacher in charge পদের জন্য 23,000 টাকআ বেতন দেওয়া হবে।
2) Teacher – Computer, এবং Assistant Teacher পদের জন্য 15,500 টাকা করে বেতন দেওয়া হবে।
3) Superintendent of hostel, Matron, Clerk পদের জন্য 13,500 টাকা করে বেতন দেওয়া হবে।
4) Peon এবং Cook পদের জন্য প্রার্থীদের দেওয়া হবে মাসিক 12,000 টাকা।
5) অন্যান্য পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের 8,380 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
টিচিং পদের জন্য সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নন টিচিং পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
নিচের লিংকে ক্লিক করে অথবা www.kalimpong.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে তা পূরণ করে এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে একটি PDF বানিয়ে নীচের মেল আইডিতে মেল করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ইমেল
আবেদনের সময়সীমা
26/04/2023 তারিখ এখানে আবেদনের মেল পাঠানোর শেষ দিন। ইমেল মারফত পরবর্তীতে প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন এবং স্থান সম্পর্কে জানানো হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের মহিলা ও শিশু কল্যান দপ্তরে চাকরি
- রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে গ্রুপ-C নিয়োগ
- রাজ্যের কৃষি দফতরের কেন্দ্রে চাকরি
- ২০২৩ সালে আবার কি প্রাইমারি টেট হচ্ছে? জানুন