এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা সংক্ষেপে EPFO তে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দুই ধরনের পদ রয়েছে এখানে। প্রতিটি রাজ্যের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- HQ/HRM-VII/1(13)Audit/2018/Vol.1
নোটিশ প্রকাশের তারিখ- 25/10/2023
যে পদে নিয়োগ করা হবে
1. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার / Assistant Audit Officer
শূন্যপদ- 19 টি শূন্যপদ রয়েছে।
বেতন- প্রার্থীদের মাসিক 9300- 34800 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2. অডিটর / Auditor
শূন্যপদ- 37 টি শূন্যপদ রয়েছে।
বেতন- প্রার্থীদের মাসিক 9300- 34800 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
যোগ্যতা
কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলেই এখানের দুটি পদে আবেদন করা যাবে।
বয়সসীমা
সর্বোচ্চ 56 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
ডেপুটেশনের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 6 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।
এটি প্রিন্ট করিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করার সাথে সাথে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় করে ফর্মটিকে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Shri Shahid Iqbal, Regional Provident Fund Commissioner-I (HRM-III), BhavishyaNidhiBhawan, 14, Bhikaji Cama Place, New Delhi-110066
আবেদনের সময়সীমা
আবেদন শেষ হবে- 08/12/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 Primary TET 2023: টেট পরীক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ নিল প্রাইমারি শিক্ষা পর্ষদ, জানুন বিস্তারিত
👉 রাজ্যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ
👉 অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরির বিজ্ঞপ্তি! 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 48 হাজার 170 টাকা মাসিক বেতন
👉 রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগ, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট