SAIL এর হাত ধরে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ছেলে মেয়েদের চাকরির সুযোগ

Employment in the state by SAIL

1/6: রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সুখবরস্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) তরফে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইস্পাত কারখানা তৈরীর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একসাথে বহু সংখ্যক শূন্যপদে চাকরির সুযোগ তৈরি হতে চলেছে, তা সহজেই অনুমেয়।

2/6: এই নতুন কারখানাতে বার্ষিক 4.08 মিলিয়ন টন ইস্পাত তৈরি করা যাবে। এর জন্য মোট 30 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সেইল। এই বিষয়ে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর সুভাষ দাস জানান, চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ নতুন কারখানা তৈরির জন্য টেন্ডার ডাকা হবে।

3/6: বর্তমানে বার্নপুরে সেইলের ইস্কো কারখানা রয়েছে। এর ঠিক পাশেই নতুন ইউনিট গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বার্ষিক 2.5 মিলিয়ন টন। তবে এবার সেই উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন কারখানাটি গড়ে ওঠার ফলে আঞ্চলিক কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

4/6: নতুন কারখানা তৈরির জন্য প্রজেক্টের ডিটেলস রিপোর্ট ইতিমধ্যেই অগাস্ট মাসে জমা পড়ে গেছে বোর্ডের কাছে। এমনকি রিপোর্ট দেখে তাতে বোর্ড প্রধানের ক্লিয়ারেন্সও মিলেছে। সব মিলিয়ে নতুন প্রজেক্টের কাজ অত্যন্ত দ্রুততার সাথেই এগোচ্ছে।

5/6: SAIL কর্তৃপক্ষ দাবি করেছে, প্রস্তাবিত প্রকল্পটি সম্পূর্ণরূপে পরিবেশবান্ধব হবে। এই কারখানা তৈরির ফলে বার্নপুর সংলগ্ন এলাকাতে সামাজিক এবং অর্থনৈতিক চিত্রের প্রভূত বদল আসতে চলেছে।

6/6: কারখানাতে কেবলমাত্র চাকরির সুযোগ তৈরি হবে তাই নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। পাশাপাশি বাড়বে সব ধরনের ব্যবসার সুযোগও

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে অনেকগুলি শূন্যপদে চাকরি

👉 রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি ২০২৩, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন চলছে

👉 রাজ্যে কো অপারেটিভ সার্ভিসে অ্যাকাউনটেন্ট পদে চাকরি

👉 CMOH তে অনেকগুলি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 35 হাজার টাকা

👉 রাজ্যে হোস্টেলে গ্রুপ-D পদে কর্মী নিয়োগ, 31 আগস্ট অবধি আবেদন চলবে

Previous articleISRO তে চাকরি করার কথা ভাবছেন? এই কোর্সগুলি করা জরুরি
Next articleরাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here